ঢামেক প্রতিবেদক

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি ভবনের অগ্নিকাণ্ডে মৃত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মরদেহ বুঝে নেন বাবা মো. নজরুল ইসলাম। এর মধ্য দিয়ে নিহত ৪৬ জনের মরদেহ হস্তান্তর করা হলো।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে মরদেহটি হস্তান্তর করেন ঢাকা মেট্রো দক্ষিণের সিআইডি পরিদর্শক মাসুদ পারভেজ।
এ বিষয়ে রমনা থানার পুলিশ উপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ডিএনএ রিপোর্টের সঙ্গে মিলিয়ে নাজমুল ইসলামের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে ৪৬টি মরদেহই স্বজনদের কাছে হস্তান্তর করা হলো।
ঢামেক মর্গে নাজমুলের বাবা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘১২ দিন পর ছেলের মরদেহ পেয়েছি। আমরা প্রথম দিনেই আমার ছেলের মরদেহ শনাক্ত করেছিলাম। অন্য এক পরিবার দাবি করায় ডিএনএ পর্যন্ত গড়ায়। আজকে ডিএনএ নমুনা মিলে যাওয়ায় ছেলের মরদেহ পেলাম।’
অশ্রুসিক্ত তিনি আরও বলেন, ‘এ রকম আর কোনো বাবা যেন তার ছেলেকে না হারায়। যারা ভবনের মালিক বা ব্যবসায়ী আছেন তাদের কাছে আমার অনুরোধ-তারা যেন সাবধান হয়ে যান। ভবিষ্যতে এ রকম ঘটনা যেন আর না ঘটে, সেদিকে লক্ষ্য রাখবেন। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।’
নিহত নাজমুল ইসলামের মামা মো. আনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার নলবুনিয়া কান্দি গ্রামে। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় নিজেদের বাড়ি। নাজমুল রামপুরা বনশ্রী-সি ব্লকের ৩ নম্বর রোডে থাকতেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন।
যাত্রাবাড়ীর কাজলায় প্রথম জানাজা নামাজ হবে। সেখান থেকে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে নিয়ে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে বলেও জানান তিনি।
আনোয়ার হোসেন আরও জানান, ঘটনার দিন চার বন্ধু মিলে বেইলি রোডের হোটেলে খেতে গিয়েছিলেন। সেখানে আগুন লেগে নাজমুলসহ দুই বন্ধু মারা যায়। বাকি দুই বন্ধু বের হতে পেরেছিলেন।

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি ভবনের অগ্নিকাণ্ডে মৃত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মরদেহ বুঝে নেন বাবা মো. নজরুল ইসলাম। এর মধ্য দিয়ে নিহত ৪৬ জনের মরদেহ হস্তান্তর করা হলো।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে মরদেহটি হস্তান্তর করেন ঢাকা মেট্রো দক্ষিণের সিআইডি পরিদর্শক মাসুদ পারভেজ।
এ বিষয়ে রমনা থানার পুলিশ উপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ডিএনএ রিপোর্টের সঙ্গে মিলিয়ে নাজমুল ইসলামের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে ৪৬টি মরদেহই স্বজনদের কাছে হস্তান্তর করা হলো।
ঢামেক মর্গে নাজমুলের বাবা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘১২ দিন পর ছেলের মরদেহ পেয়েছি। আমরা প্রথম দিনেই আমার ছেলের মরদেহ শনাক্ত করেছিলাম। অন্য এক পরিবার দাবি করায় ডিএনএ পর্যন্ত গড়ায়। আজকে ডিএনএ নমুনা মিলে যাওয়ায় ছেলের মরদেহ পেলাম।’
অশ্রুসিক্ত তিনি আরও বলেন, ‘এ রকম আর কোনো বাবা যেন তার ছেলেকে না হারায়। যারা ভবনের মালিক বা ব্যবসায়ী আছেন তাদের কাছে আমার অনুরোধ-তারা যেন সাবধান হয়ে যান। ভবিষ্যতে এ রকম ঘটনা যেন আর না ঘটে, সেদিকে লক্ষ্য রাখবেন। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।’
নিহত নাজমুল ইসলামের মামা মো. আনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার নলবুনিয়া কান্দি গ্রামে। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় নিজেদের বাড়ি। নাজমুল রামপুরা বনশ্রী-সি ব্লকের ৩ নম্বর রোডে থাকতেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন।
যাত্রাবাড়ীর কাজলায় প্রথম জানাজা নামাজ হবে। সেখান থেকে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে নিয়ে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে বলেও জানান তিনি।
আনোয়ার হোসেন আরও জানান, ঘটনার দিন চার বন্ধু মিলে বেইলি রোডের হোটেলে খেতে গিয়েছিলেন। সেখানে আগুন লেগে নাজমুলসহ দুই বন্ধু মারা যায়। বাকি দুই বন্ধু বের হতে পেরেছিলেন।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৬ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪০ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে