নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, তারা (বিএনপি) চায় এই আদালতকে সঠিকভাবে কাজ করতে দেবে না। তারা অরাজকতা-বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে একটি অরাজনৈতিক সরকার গঠনের প্রচেষ্টা চালাচ্ছে, যেটাকে বলছে তত্ত্বাবধায়ক সরকার।
কিন্তু সংবিধান অনুযায়ী তা কখনো সম্ভব হবে না। এই দুরাশা তাদের করা উচিত না। এই দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কেউ যদি মনে করে অন্যভাবে, বিদেশি শক্তির সাহায্যে ক্ষমতায় আসবে, সেই স্বপ্ন কখনো পূরণ হবে না।
আজ সোমবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধান বক্তা হিসেবে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা আসেননি। এ ছাড়া উপস্থিত ছিলেন না রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘তারা (বিএনপি) বিদেশিদের কাছে ধরনা দিয়ে ফেল মেরেছে। সাধারণ মানুষের প্রতি তাদের আস্থা নেই। তারা আদালতে বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করতে চায়। আইনজীবীরা সন্ত্রাসে বিশ্বাস করে না। অথচ বিভেদ সৃষ্টি করে আদালতে পর্যন্ত সন্ত্রাস সৃষ্টি করতে চায়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।’
কামরুল বলেন, নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ নির্বাচনে আসল, না আসল—সেটা বড় কথা নয়। আমরা চাই সবাই আসুক। নির্বাচন যথাসময়েই হবে।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে এবং সম্পাদক আবদুন নূর দুলালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ প্রমুখ।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, তারা (বিএনপি) চায় এই আদালতকে সঠিকভাবে কাজ করতে দেবে না। তারা অরাজকতা-বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে একটি অরাজনৈতিক সরকার গঠনের প্রচেষ্টা চালাচ্ছে, যেটাকে বলছে তত্ত্বাবধায়ক সরকার।
কিন্তু সংবিধান অনুযায়ী তা কখনো সম্ভব হবে না। এই দুরাশা তাদের করা উচিত না। এই দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কেউ যদি মনে করে অন্যভাবে, বিদেশি শক্তির সাহায্যে ক্ষমতায় আসবে, সেই স্বপ্ন কখনো পূরণ হবে না।
আজ সোমবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধান বক্তা হিসেবে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা আসেননি। এ ছাড়া উপস্থিত ছিলেন না রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘তারা (বিএনপি) বিদেশিদের কাছে ধরনা দিয়ে ফেল মেরেছে। সাধারণ মানুষের প্রতি তাদের আস্থা নেই। তারা আদালতে বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করতে চায়। আইনজীবীরা সন্ত্রাসে বিশ্বাস করে না। অথচ বিভেদ সৃষ্টি করে আদালতে পর্যন্ত সন্ত্রাস সৃষ্টি করতে চায়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।’
কামরুল বলেন, নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ নির্বাচনে আসল, না আসল—সেটা বড় কথা নয়। আমরা চাই সবাই আসুক। নির্বাচন যথাসময়েই হবে।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে এবং সম্পাদক আবদুন নূর দুলালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ প্রমুখ।

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
৭ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
৯ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
২৭ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে