নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে না আসায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৬ জন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার, যারা ঢাকা মহানগরে যথাক্রমে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) এবং সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার। শোকজ নোটিশ পাওয়াদের মধ্যে ২৯ জন এডিসি এবং ১৭ জন এসি।
শোকজের চিঠি পাওয়া একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ঢাকা মহানগর পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এ নিয়ে কথা বললে তাঁরা বলেন, বিষয়টি একেবারেই দাপ্তরিক। এটি নিয়ে নিউজ করার কিছু নেই।
গত ২৩ এপ্রিল সন্ধ্যায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঈদ পরবর্তী এ মিলনমেলার আয়োজন করে ডিএমপি। এ আনন্দ আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তাঁদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডিএমপির সব কর্মকর্তাকে দাওয়াত করা হয়েছিল বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার। তিনি বলেছেন, যারা অনুষ্ঠানে আসেননি, তাঁরা কেন আসতে পারেননি, তা জানতে চাওয়া হয়েছে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেছিলেন, ‘ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের নিরাপত্তা, যাতায়াতের ব্যবস্থা করা এবং ফাঁকা মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ডিএমপি কাজ করে যাচ্ছে। (ডিএমপির) অনেকেই ছুটিতে যেতে পারেননি। তাই আমরা আজকের দিনে ডিএমপির সদস্যদের নিয়ে একত্রে মিলিত হয়ে নৈশভোজের আয়োজন করেছি।’
যারা ছুটিতে ছিলেন না, ওই দিন তাঁরাও অনুষ্ঠানে আসেননি। সাধারণত ঈদে পুলিশের বেশির ভাগ কর্মকর্তার ছুটি বাতিল করা হয়। এরপরও উপস্থিতি কম থাকায় ক্ষোভ প্রকাশ করেন ডিএমপি কমিশনার।
অনুষ্ঠানে অনুপস্থিত কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ বিষয়ে কী বলব? যারা অনুপস্থিত ছিলেন তাঁদের জিজ্ঞেস করুন।’

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে না আসায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৬ জন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার, যারা ঢাকা মহানগরে যথাক্রমে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) এবং সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার। শোকজ নোটিশ পাওয়াদের মধ্যে ২৯ জন এডিসি এবং ১৭ জন এসি।
শোকজের চিঠি পাওয়া একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ঢাকা মহানগর পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এ নিয়ে কথা বললে তাঁরা বলেন, বিষয়টি একেবারেই দাপ্তরিক। এটি নিয়ে নিউজ করার কিছু নেই।
গত ২৩ এপ্রিল সন্ধ্যায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঈদ পরবর্তী এ মিলনমেলার আয়োজন করে ডিএমপি। এ আনন্দ আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তাঁদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডিএমপির সব কর্মকর্তাকে দাওয়াত করা হয়েছিল বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার। তিনি বলেছেন, যারা অনুষ্ঠানে আসেননি, তাঁরা কেন আসতে পারেননি, তা জানতে চাওয়া হয়েছে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেছিলেন, ‘ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের নিরাপত্তা, যাতায়াতের ব্যবস্থা করা এবং ফাঁকা মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ডিএমপি কাজ করে যাচ্ছে। (ডিএমপির) অনেকেই ছুটিতে যেতে পারেননি। তাই আমরা আজকের দিনে ডিএমপির সদস্যদের নিয়ে একত্রে মিলিত হয়ে নৈশভোজের আয়োজন করেছি।’
যারা ছুটিতে ছিলেন না, ওই দিন তাঁরাও অনুষ্ঠানে আসেননি। সাধারণত ঈদে পুলিশের বেশির ভাগ কর্মকর্তার ছুটি বাতিল করা হয়। এরপরও উপস্থিতি কম থাকায় ক্ষোভ প্রকাশ করেন ডিএমপি কমিশনার।
অনুষ্ঠানে অনুপস্থিত কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ বিষয়ে কী বলব? যারা অনুপস্থিত ছিলেন তাঁদের জিজ্ঞেস করুন।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে