
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। আজ শুক্রবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা পারাপার হতে পাড়ছে।
সরেজমিন দৌলতদিয়া ঘাটে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী যানবাহনগুলো সরাসরি ফেরিতে উঠে নির্বিঘ্নে পদ্মা পার হচ্ছে। প্রতিটি ফেরিতে যাত্রী ও যানবাহনের ভিড় থাকলেও ঘাট এলাকায় নেই কোনো বিশৃঙ্খলা। নিরাপত্তা রক্ষায় ঘাটজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে।
সাতক্ষীরা থেকে আসা যাত্রী সোলেমান মোল্লা বলেন, ‘পরিবেশটা খুবই ভালো। ঈদের আগে কোনো ভোগান্তি ছাড়া বাড়ি যেতে পেরেছি। ফিরতেও কোনো সমস্যা হয়নি, সরাসরি ফেরিতে উঠতে পেরেছি।’
মাগুরা থেকে আসা শফিকুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু চালুর আগে এ ঘাটে তীব্র ভোগান্তি পোহাতে হতো। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হতো। এখন সেই দুর্ভোগ নেই, আমরা খুবই খুশি।’
কুষ্টিয়া থেকে আসা হানিফ পরিবহনের যাত্রী মাসুদ রানা বলেন, ‘পদ্মা সেতু চালুর আগে এই সময়ে ফেরিঘাট এলাকায় পাঁচ কিলোমিটার পর্যন্ত যানজট হতো। নদী পার হতে সাত-আট ঘণ্টা লেগে যেত। অথচ এখন এসেই ফেরিতে উঠতে পারছি। যাতায়াতে অনেক স্বস্তি পাচ্ছি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই। আজ ও আগামীকাল চাপ আরও বাড়বে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরির মাধ্যমে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৬ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৬ মিনিট আগে