Ajker Patrika

সিগারেট নিয়ে লিফটে উঠতে নিষেধ করায় জাবি শিক্ষার্থীকে মারধর

জাবি প্রতিনিধি
সিগারেট নিয়ে লিফটে উঠতে নিষেধ করায় জাবি শিক্ষার্থীকে মারধর
নাইমুর রহমান দূর্জয়। ছবি: সংগৃহীত

সিগারেট নিয়ে লিফটে উঠতে নিষেধ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নাইমুর রহমান দুর্জয় নামের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতার বিরুদ্ধে। এই ঘটনার বিচার চেয়ে হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলের ৪ নম্বর লিফটের সামনে এই ঘটনা ঘটে।

দুর্জয় বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত ছাত্রদল নেতার নাম পারভেজ মোশাররফ। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও মাইক্রোবায়োলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী।

অভিযোগপত্রে নাইমুর রহমান দুর্জয় উল্লেখ করেন, ‘১৩ ফেব্রুয়ারি দুপুরে হলের নিচতলায় ৪ নম্বর লিফট থেকে বের হতে গেলে পারভেজ মোশাররফকে (মাইক্রোবায়োলজি, ৪৯ ব্যাচ) সিগারেট নিয়ে লিফটের ভেতরে প্রবেশ করতে দেখি। আমি এতে বাধা দিলে তিনি আমার গায়ে হাত তোলেন এবং মারধর করেন।

পরবর্তীকালে আমাকে “শিবির” বলে ট্যাগ দেন এবং হলের ভেতরে মারার হুমকি দেন।’ এ ছাড়া তিনি অভিযোগপত্রে হলে অনিরাপদ বোধ করার কথা উল্লেখ করেন এবং এই ঘটনার যথাযথ বিচার দাবি করেন।

এ বিষয়ে ছাত্রদল নেতা পারভেজ মোশাররফের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লুৎফুল এলাহী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে ফোন দিয়েছিল ওই শিক্ষার্থী। আমি ঘটনাটি জেনেছি। তবে হল অফিস বন্ধ থাকায় অভিযোগপত্রটি হাতে পাইনি। অভিযোগপত্র পেলে একটা তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ-৩: বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারে সাবেক বিএনপি নেতা হাবিব

বাংলাদেশে জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি

নবম বেতন কমিশন: সরকারি চাকরিজীবীদের কোন পে স্কেলে বেতন বেড়ে কত হচ্ছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত