নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সদ্যবিদায়ী আমলারা দুবাইয়ে টাকা পাচার করেছেন এমন ১৭ জনের তথ্য আছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নূরুল হক নুর। তাঁরা দুবাইয়ের বিভিন্ন শহরে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন। গণমাধ্যম যদি সেসব তথ্য প্রচার করতে পারে, তাহলে সেসব তথ্য দিতে আগ্রহী বলেও জানান নুর।
আজ বৃহস্পতিবার বিকেলে কাতার, দুবাই ও সৌদি আরব সফর এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
দুবাই সফর প্রসঙ্গে নূরুল হক নুর বলেন, ‘দুবাইয়ে দেশের প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সদ্যবিদায়ী আমলারা টাকা পাচার করেছেন। আমার কাছে এমন ১৭ জনের তথ্য আছে। গণমাধ্যম যদি সেসব তথ্য প্রচার করতে পারে, তাহলে আমি এসব তথ্য দিতে আগ্রহী। সরকার তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। আরব আমিরাতের বিভিন্ন শহরে তাঁরা কয়েক হাজার কোটি বিনিয়োগ করেছেন।’
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে ছবি প্রসঙ্গে নুর বলেন, ‘সরকার আমাদের ইসলামবিদ্বেষী হিসেবে প্রচার করতে চায়। সরকার ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনেছে। এসব যন্ত্রের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষার আইন লঙ্ঘন করছে। সরকার গণমাধ্যমকে ব্যবহার করে এ কাজ করেছে। বিদেশ থেকেও আমি স্পষ্ট করেছি, এ ধরনের কোনো মিটিংয়ে আমি যাইনি, যেতেও চাই না।’
গণ অধিকার পরিষদ সরকার উৎখাতের জন্য নয়, বরং সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে জানিয়ে দলের সদস্যসচিব বলেন, ‘ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই স্বতঃস্ফূর্ত আন্দোলন করছি। সরকার যে নীলনকশা নিয়ে আগাচ্ছে, তাতে মানুষের ওপর ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে বিরোধীদের ওপর দায় চাপাতে পারে। আপনারা দেখেছেন বিএনপির অফিসে আইনশৃঙ্খলা বাহিনী কী নাটক সাজিয়েছিল।’
এ সময় তিনি বিরোধী দলের নেতা-কর্মী, পুলিশ ও সেনাবাহিনীসহ সবাইকে সর্তক থাকার এবং গণমাধ্যমকর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলন থেকে ফোনে আড়ি পেতে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি, মিথ্যা মামলায় গ্রেপ্তার রাজবন্দীদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আগামীকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেন নূরুল হক নুর।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, আবু হানিফ, সাদ্দাম হোসেন, ফাতেমা তাসনিম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, পেশাজীবী অধিকার পরিষদের সদস্যসচিব নিজাম উদ্দিন প্রমুখ।

দেশের প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সদ্যবিদায়ী আমলারা দুবাইয়ে টাকা পাচার করেছেন এমন ১৭ জনের তথ্য আছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নূরুল হক নুর। তাঁরা দুবাইয়ের বিভিন্ন শহরে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন। গণমাধ্যম যদি সেসব তথ্য প্রচার করতে পারে, তাহলে সেসব তথ্য দিতে আগ্রহী বলেও জানান নুর।
আজ বৃহস্পতিবার বিকেলে কাতার, দুবাই ও সৌদি আরব সফর এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
দুবাই সফর প্রসঙ্গে নূরুল হক নুর বলেন, ‘দুবাইয়ে দেশের প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সদ্যবিদায়ী আমলারা টাকা পাচার করেছেন। আমার কাছে এমন ১৭ জনের তথ্য আছে। গণমাধ্যম যদি সেসব তথ্য প্রচার করতে পারে, তাহলে আমি এসব তথ্য দিতে আগ্রহী। সরকার তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। আরব আমিরাতের বিভিন্ন শহরে তাঁরা কয়েক হাজার কোটি বিনিয়োগ করেছেন।’
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে ছবি প্রসঙ্গে নুর বলেন, ‘সরকার আমাদের ইসলামবিদ্বেষী হিসেবে প্রচার করতে চায়। সরকার ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনেছে। এসব যন্ত্রের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষার আইন লঙ্ঘন করছে। সরকার গণমাধ্যমকে ব্যবহার করে এ কাজ করেছে। বিদেশ থেকেও আমি স্পষ্ট করেছি, এ ধরনের কোনো মিটিংয়ে আমি যাইনি, যেতেও চাই না।’
গণ অধিকার পরিষদ সরকার উৎখাতের জন্য নয়, বরং সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে জানিয়ে দলের সদস্যসচিব বলেন, ‘ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই স্বতঃস্ফূর্ত আন্দোলন করছি। সরকার যে নীলনকশা নিয়ে আগাচ্ছে, তাতে মানুষের ওপর ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে বিরোধীদের ওপর দায় চাপাতে পারে। আপনারা দেখেছেন বিএনপির অফিসে আইনশৃঙ্খলা বাহিনী কী নাটক সাজিয়েছিল।’
এ সময় তিনি বিরোধী দলের নেতা-কর্মী, পুলিশ ও সেনাবাহিনীসহ সবাইকে সর্তক থাকার এবং গণমাধ্যমকর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলন থেকে ফোনে আড়ি পেতে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি, মিথ্যা মামলায় গ্রেপ্তার রাজবন্দীদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আগামীকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেন নূরুল হক নুর।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, আবু হানিফ, সাদ্দাম হোসেন, ফাতেমা তাসনিম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, পেশাজীবী অধিকার পরিষদের সদস্যসচিব নিজাম উদ্দিন প্রমুখ।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৭ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে