নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, উন্নত দেশের পাশাপাশি মানবিক রাষ্ট্রও গঠন করতে চাই আমরা। অনেক উন্নত দেশে আমরা দেখি বয়স হলে মা- বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। সন্তানরা মা-বাবাকে রেখে দূরে চলে যায়। প্রতিবেশীরা তাঁদের ফোন করে জানায় তোমার মা বা বাবা বাসায় মরে পড়ে আছে। মৃতদেহ পঁচে গন্ধ বের হচ্ছে আমাদের দেশটা এ রকম দেখতে চাই না আমরা। জাতীয় শোক দিবস উপলক্ষে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তরুণদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ, তারুণ্য ও তথ্যপ্রযুক্তি’ শীর্ষক আলোচনা সভাটি রোববার (২৯ আগস্ট) বিকেলে অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু যদি আপস করতেন তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। তিনি তা করেননি। কারণ তিনি জানতেন পাকিস্তান দিয়ে মানুষের উন্নতি হবে না। শিক্ষা ও প্রযুক্তির বিকাশ হবে না। তিনি বলেছিলেন, ‘তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও।’ বঙ্গবন্ধুর এই আহ্বানে শুধু অস্ত্রের কথা বলেননি, তিনি যেকোনো প্রযুক্তির কথাও বলেছেন। বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের ফসল স্বাধীন দেশ ও আজকের সমৃদ্ধ বাংলাদেশ।
সভায় মূল প্রবন্ধ পাঠ করেন প্রযুক্তিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন সেই নেতা যিনি একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্ব পেয়ে অবৈতনিক শিক্ষা ও শিক্ষা উপকরণসহ যা যা করা দরকার তার সব করেছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই অগ্রগতি। মুক্তিযুদ্ধের সময় একশ্রেণির মানুষ বলেছে দেশ স্বাধীন হবে না। কিন্তু তরুণেরা তাঁদের কথা শোনেনি তাঁরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ নেমেছে তাই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক।
বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু একটি নিরস্ত্র জাতির তরুণদের মধ্য একটি সর্বাত্মক ও সশস্ত্র দল গঠন করে একটি নতুন দেশ উপহার দিয়েছেন। ৭০'র নির্বাচনী বক্তৃতায় তিনি শিক্ষা ও প্রযুক্তির উন্নতির কথা বলেছেন। বঙ্গবন্ধুর তথ্য প্রযুক্তির পৃষ্ঠপোষকতার সবচেয়ে বড় উদাহরণ হলো ১৯৭২ সালে দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য তিনি প্রযুক্তি ভিত্তিক একটি শিক্ষা কমিশন গঠন করেন। এর প্রধান হিসেবে নিযুক্ত হন বিশিষ্ট বিজ্ঞানী ড. কুদরত-ই–খুদা। শুধু তাই নয় তিনি নিজের মেয়েকে একজন পরমাণু বিজ্ঞানীর সঙ্গে বিয়ে দিয়েছেন। এসবের মাধ্যমেই বোঝা যায়, বঙ্গবন্ধু প্রকৃত জ্ঞানী এবং মেধাবীদের কতটা সমাদর করতেন।
ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও অংশ নেন সাংসদ নাহিম রাজ্জাক, এফবিসিসিআই পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহ প্রমূখ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, উন্নত দেশের পাশাপাশি মানবিক রাষ্ট্রও গঠন করতে চাই আমরা। অনেক উন্নত দেশে আমরা দেখি বয়স হলে মা- বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। সন্তানরা মা-বাবাকে রেখে দূরে চলে যায়। প্রতিবেশীরা তাঁদের ফোন করে জানায় তোমার মা বা বাবা বাসায় মরে পড়ে আছে। মৃতদেহ পঁচে গন্ধ বের হচ্ছে আমাদের দেশটা এ রকম দেখতে চাই না আমরা। জাতীয় শোক দিবস উপলক্ষে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তরুণদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ, তারুণ্য ও তথ্যপ্রযুক্তি’ শীর্ষক আলোচনা সভাটি রোববার (২৯ আগস্ট) বিকেলে অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু যদি আপস করতেন তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। তিনি তা করেননি। কারণ তিনি জানতেন পাকিস্তান দিয়ে মানুষের উন্নতি হবে না। শিক্ষা ও প্রযুক্তির বিকাশ হবে না। তিনি বলেছিলেন, ‘তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও।’ বঙ্গবন্ধুর এই আহ্বানে শুধু অস্ত্রের কথা বলেননি, তিনি যেকোনো প্রযুক্তির কথাও বলেছেন। বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের ফসল স্বাধীন দেশ ও আজকের সমৃদ্ধ বাংলাদেশ।
সভায় মূল প্রবন্ধ পাঠ করেন প্রযুক্তিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন সেই নেতা যিনি একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্ব পেয়ে অবৈতনিক শিক্ষা ও শিক্ষা উপকরণসহ যা যা করা দরকার তার সব করেছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই অগ্রগতি। মুক্তিযুদ্ধের সময় একশ্রেণির মানুষ বলেছে দেশ স্বাধীন হবে না। কিন্তু তরুণেরা তাঁদের কথা শোনেনি তাঁরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ নেমেছে তাই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক।
বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু একটি নিরস্ত্র জাতির তরুণদের মধ্য একটি সর্বাত্মক ও সশস্ত্র দল গঠন করে একটি নতুন দেশ উপহার দিয়েছেন। ৭০'র নির্বাচনী বক্তৃতায় তিনি শিক্ষা ও প্রযুক্তির উন্নতির কথা বলেছেন। বঙ্গবন্ধুর তথ্য প্রযুক্তির পৃষ্ঠপোষকতার সবচেয়ে বড় উদাহরণ হলো ১৯৭২ সালে দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য তিনি প্রযুক্তি ভিত্তিক একটি শিক্ষা কমিশন গঠন করেন। এর প্রধান হিসেবে নিযুক্ত হন বিশিষ্ট বিজ্ঞানী ড. কুদরত-ই–খুদা। শুধু তাই নয় তিনি নিজের মেয়েকে একজন পরমাণু বিজ্ঞানীর সঙ্গে বিয়ে দিয়েছেন। এসবের মাধ্যমেই বোঝা যায়, বঙ্গবন্ধু প্রকৃত জ্ঞানী এবং মেধাবীদের কতটা সমাদর করতেন।
ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও অংশ নেন সাংসদ নাহিম রাজ্জাক, এফবিসিসিআই পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহ প্রমূখ।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে