নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা বিশ্বের মতো বাংলাদেশেও মানবাধিকার রক্ষা করা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। আর এই সর্বজনীন মানবাধিকার রক্ষা করা অনেক বড় চ্যালেঞ্জ। এর জন্য অনেক পথ পাড়ি দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
আজ সোমবার বিকেলে রাজধানীর পান্থপথে ৭৫তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দৃক গ্যালারি ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী আয়োজিত ‘ক্রোধ ও আশা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিন পরিদর্শনে এসে তিনি এমন মন্তব্য করেন।
প্রদর্শনীতে দেশের বিভিন্ন আলোকচিত্রীর তোলা বিভিন্ন সময়ে দেশে ঘটে যাওয়া ঘটনার ছবি প্রদর্শন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী আইরিন খান, আলোকচিত্রী তাসলিমা আখতার, আব্দুল গণি, শুভ্র কান্তি দাস, দীপু মালাকার প্রমুখ।
গোয়েন লুইস বলেন, এখানে যে ছবিগুলো আছে সেগুলো প্রতিটি ব্যক্তির মর্যাদাকে তুলে ধরেছে, যা তাঁরা বিশ্বাস করেন।
মানবাধিকার সব সময় সহজ নয় উল্লেখ করে গোয়েন বলেন, ‘মাঝে মাঝে এটি ভয়ংকর হয়ে ওঠে। গত ৭০ দিনে গাজায় ৬০ জন সাংবাদিক ও কিছু আলোকচিত্রী তাঁদের জীবন হারিয়েছেন। এভাবে সত্যের ধারকদের চুপ করিয়ে কখনো বাস্তবতাকে পরিবর্তন করা যায় না। সাংবাদিক ও আলোকচিত্রীরা মূলত যা বাস্তবতা আছে তাই তুলে ধরেন।’
তিনি বলেন, ‘এই মানবাধিকার শুধু গাজা নয়, সমস্ত পৃথিবীর সত্যের ধারকদের কথা তুলে ধরে, যাঁরা তাঁদের জীবন হারিয়েছেন। এটা সারা বিশ্বের মতো বাংলাদেশেও গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতনের বিরুদ্ধে এসব সত্যের ধারকেরা তাঁদের দর্শন ও বাস্তবতা তুলে ধরেছেন।’
প্রদর্শনীতে আলোকচিত্রী তাসলিমা আকতার তাঁর বিখ্যাত রানা প্লাজা ধসের পরে তোলা ধ্বংসস্তূপে থাকা একজন পুরুষ ও নারীর আলিঙ্গনের ছবির অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এটি কখনোই সহজ ছিল না। তিনি শুধু সেই সময়ের এসব পোশাকশ্রমিকদের বাস্তবচিত্র তুলে এনেছেন। তারা যে মেশিন নয় মানুষ, এটা মালিক, সরকার ও বিদেশি ব্রান্ডগুলো বুঝতে চায় না।
আলোকচিত্রী আব্দুল গণি বলেন, তাঁর যে ছবিটি এখানে আছে, সেটি একজন প্রতিবন্ধী ব্যক্তির ওপর পুলিশি নির্যাতনের। শাহবাগে চেয়ারসহ পুলিশ লাথি মেরে তাঁকে ফেলে দিয়েছিল। এটা কখনোই কাম্য নয় পুলিশ থেকে।
আব্দুল গণি জানান, তাঁর একটা ছবিতে একজন নারীর নাম দেশের প্রধানমন্ত্রীর নামে হওয়ায় সেই ছবি ছাপানো হয়নি। এ ছাড়া অনেক ছবি আছে যা কখনোই প্রকাশ্যে আসে না।
মানবাধিকার কর্মী আইরিন খান বলেন, সারা পৃথিবীতে বাক্স্বাধীনতা ও মানবাধিকার আক্রান্ত হচ্ছে। দেশ এখন একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এখনো যাঁরা আছেন, সবার দায়িত্ব শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যাঁরা ভয়-ডরহীনভাবে কথা বলেন, ছবি তোলেন তাঁদের সমর্থন দেওয়া।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও মানবাধিকার রক্ষা করা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। আর এই সর্বজনীন মানবাধিকার রক্ষা করা অনেক বড় চ্যালেঞ্জ। এর জন্য অনেক পথ পাড়ি দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
আজ সোমবার বিকেলে রাজধানীর পান্থপথে ৭৫তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দৃক গ্যালারি ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী আয়োজিত ‘ক্রোধ ও আশা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিন পরিদর্শনে এসে তিনি এমন মন্তব্য করেন।
প্রদর্শনীতে দেশের বিভিন্ন আলোকচিত্রীর তোলা বিভিন্ন সময়ে দেশে ঘটে যাওয়া ঘটনার ছবি প্রদর্শন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী আইরিন খান, আলোকচিত্রী তাসলিমা আখতার, আব্দুল গণি, শুভ্র কান্তি দাস, দীপু মালাকার প্রমুখ।
গোয়েন লুইস বলেন, এখানে যে ছবিগুলো আছে সেগুলো প্রতিটি ব্যক্তির মর্যাদাকে তুলে ধরেছে, যা তাঁরা বিশ্বাস করেন।
মানবাধিকার সব সময় সহজ নয় উল্লেখ করে গোয়েন বলেন, ‘মাঝে মাঝে এটি ভয়ংকর হয়ে ওঠে। গত ৭০ দিনে গাজায় ৬০ জন সাংবাদিক ও কিছু আলোকচিত্রী তাঁদের জীবন হারিয়েছেন। এভাবে সত্যের ধারকদের চুপ করিয়ে কখনো বাস্তবতাকে পরিবর্তন করা যায় না। সাংবাদিক ও আলোকচিত্রীরা মূলত যা বাস্তবতা আছে তাই তুলে ধরেন।’
তিনি বলেন, ‘এই মানবাধিকার শুধু গাজা নয়, সমস্ত পৃথিবীর সত্যের ধারকদের কথা তুলে ধরে, যাঁরা তাঁদের জীবন হারিয়েছেন। এটা সারা বিশ্বের মতো বাংলাদেশেও গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতনের বিরুদ্ধে এসব সত্যের ধারকেরা তাঁদের দর্শন ও বাস্তবতা তুলে ধরেছেন।’
প্রদর্শনীতে আলোকচিত্রী তাসলিমা আকতার তাঁর বিখ্যাত রানা প্লাজা ধসের পরে তোলা ধ্বংসস্তূপে থাকা একজন পুরুষ ও নারীর আলিঙ্গনের ছবির অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এটি কখনোই সহজ ছিল না। তিনি শুধু সেই সময়ের এসব পোশাকশ্রমিকদের বাস্তবচিত্র তুলে এনেছেন। তারা যে মেশিন নয় মানুষ, এটা মালিক, সরকার ও বিদেশি ব্রান্ডগুলো বুঝতে চায় না।
আলোকচিত্রী আব্দুল গণি বলেন, তাঁর যে ছবিটি এখানে আছে, সেটি একজন প্রতিবন্ধী ব্যক্তির ওপর পুলিশি নির্যাতনের। শাহবাগে চেয়ারসহ পুলিশ লাথি মেরে তাঁকে ফেলে দিয়েছিল। এটা কখনোই কাম্য নয় পুলিশ থেকে।
আব্দুল গণি জানান, তাঁর একটা ছবিতে একজন নারীর নাম দেশের প্রধানমন্ত্রীর নামে হওয়ায় সেই ছবি ছাপানো হয়নি। এ ছাড়া অনেক ছবি আছে যা কখনোই প্রকাশ্যে আসে না।
মানবাধিকার কর্মী আইরিন খান বলেন, সারা পৃথিবীতে বাক্স্বাধীনতা ও মানবাধিকার আক্রান্ত হচ্ছে। দেশ এখন একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এখনো যাঁরা আছেন, সবার দায়িত্ব শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যাঁরা ভয়-ডরহীনভাবে কথা বলেন, ছবি তোলেন তাঁদের সমর্থন দেওয়া।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে