Ajker Patrika

হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী গ্রেপ্তার 

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অভিযোগে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের দুই ‘সহযোগীকে’ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুজন হেলেনা জাহাঙ্গীরের অন্যতম দুই সহযোগী। তাঁরা হলেন-হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরী। মঙ্গলবার ভোরে গাবতলী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আ ন ম ইমরান বলেন, মঙ্গলবার সকালে গাবতলী থেকে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। 

২৯ জুলাই হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশি মদ, ক্যাঙ্গারু ও হরিণের চামড়া, দুটি মোবাইল, ১৯টি চেকবই ও বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি সেট এবং ক্যাসিনো খেলার ৪৫৬টি চিপস উদ্ধার করে র‍্যাব। তারপর দিনই তাকে আটক করে র‍্যাব। 

সম্প্রতি আওয়ামী চাকরিজীবী লীগ নামে সংগঠন খুলে মনোনয়ন আহ্বান করায় আলোচনায় আসেন হেলেনা জাহাঙ্গীর। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তিনি তিন দিনের রিমান্ডে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত