মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে খেয়া নৌকায় বালুবাহী জাহাজের ধাক্কায় নিখোঁজ আওয়ামী লীগ নেতা নান্নু ব্যাপারীর লাশ উদ্ধার করেছেন নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর আড়িয়াল খাঁ নদের সেতুর উত্তরপাশ থেকে লাশ উদ্ধার করা হয়। নান্নু ব্যাপারী (৬০) নাজিরপুর গ্রামের সিরাজুল হক ব্যাপারীর ছেলে এবং নাজিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি গতকাল রোববার রাতে গৌরনদীর হোসনাবাদ বাজার থেকে বাড়ি ফেরার পথে বালুবাহী জাহাজের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ হন।
জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে গৌরনদীর হোসনাবাদ থেকে ইঞ্জিন চালিত নৌকায় মুলাদীর নাজিরপুরে আসছিলেন। এ সময় বালুবাহী একটি জাহাজ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকার ৬-৭ জন যাত্রী ছিটকে আড়িয়াল খাঁ নদীতে পড়ে যান। অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও নান্নু ব্যাপারী নিখোঁজ হন। ফায়ার সার্ভিস কর্মী ও নাজিরপুর নৌপুলিশ প্রায় ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে নান্নু ব্যাপারীর লাশ উদ্ধার করেন। এ সময় নদী থেকে দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
এ ঘটনায় নাজিরপুর নৌপুলিশ বালুবাহী জাহাজটি জব্দ করেছে এবং ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, বরগুনার পাথরঘাটা এলাকার ছগির হোসেনের ছেলে জাহাজ চালক আবু বকর (৩৫), শ্রমিক লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকার জিহাদ ইসলাম, সুমন হোসেন, মারুফ হোসেন এবং হিজলা উপজেলার জাবেদ হোসেন।
এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। নিহতের ছেলে সোহেল ব্যাপারী বাদী হয়ে মুলাদী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রবীর মিত্র আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় নিখোঁজের লাশ উদ্ধার হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষ লাশ বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, মামলার পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের মুলাদীতে খেয়া নৌকায় বালুবাহী জাহাজের ধাক্কায় নিখোঁজ আওয়ামী লীগ নেতা নান্নু ব্যাপারীর লাশ উদ্ধার করেছেন নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর আড়িয়াল খাঁ নদের সেতুর উত্তরপাশ থেকে লাশ উদ্ধার করা হয়। নান্নু ব্যাপারী (৬০) নাজিরপুর গ্রামের সিরাজুল হক ব্যাপারীর ছেলে এবং নাজিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি গতকাল রোববার রাতে গৌরনদীর হোসনাবাদ বাজার থেকে বাড়ি ফেরার পথে বালুবাহী জাহাজের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ হন।
জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে গৌরনদীর হোসনাবাদ থেকে ইঞ্জিন চালিত নৌকায় মুলাদীর নাজিরপুরে আসছিলেন। এ সময় বালুবাহী একটি জাহাজ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকার ৬-৭ জন যাত্রী ছিটকে আড়িয়াল খাঁ নদীতে পড়ে যান। অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও নান্নু ব্যাপারী নিখোঁজ হন। ফায়ার সার্ভিস কর্মী ও নাজিরপুর নৌপুলিশ প্রায় ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে নান্নু ব্যাপারীর লাশ উদ্ধার করেন। এ সময় নদী থেকে দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
এ ঘটনায় নাজিরপুর নৌপুলিশ বালুবাহী জাহাজটি জব্দ করেছে এবং ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, বরগুনার পাথরঘাটা এলাকার ছগির হোসেনের ছেলে জাহাজ চালক আবু বকর (৩৫), শ্রমিক লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকার জিহাদ ইসলাম, সুমন হোসেন, মারুফ হোসেন এবং হিজলা উপজেলার জাবেদ হোসেন।
এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। নিহতের ছেলে সোহেল ব্যাপারী বাদী হয়ে মুলাদী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রবীর মিত্র আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় নিখোঁজের লাশ উদ্ধার হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষ লাশ বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, মামলার পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১৪ মিনিট আগে
সিআইডিপ্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
২১ মিনিট আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
১ ঘণ্টা আগে