Ajker Patrika

বিমানবন্দরে বাসচাপায় নারী নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ১৯
বিমানবন্দরে বাসচাপায় নারী নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকা যাত্রীবাহী বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম নাজমুন নাহার হ্যাপী (৬০)।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দর গোলচত্বরে রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা ওই নারীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, গতকাল রাতে বিমানবন্দর গোলচত্বরে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা ওই নারীকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

এসআই বলেন, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালক রাজুকে (৩২) আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ওই নারীর কোনো আত্মীয়স্বজন পাওয়া যায়নি। তাঁর কাছে একটি মোবাইল নম্বর পাওয়া গেছে। সেখান থেকে জানা গেছে, নিহত নারীর বাড়ি বগুড়া সদর উপজেলার বটতলা চক্ষু হাসপাতালের পাশে। বর্তমানে দক্ষিণখান আশকোনা এলাকায় থাকতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত