Ajker Patrika

টঙ্গীতে নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ২২: ২৩
টঙ্গীতে নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে জান্নাত (১৮) নামে এক নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার টঙ্গীর পাগাড় এলাকার নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

জান্নাত কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার পুকুরপার গ্রামের হাবিবের মেয়ে। তিনি টঙ্গীর পাগাড় এলাকায় দাদা গার্মেন্টস নামক একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং জনৈক আবুল হোসেনের ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে করতেন। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ বিকেলে জান্নাত কারখানা থেকে কাজ শেষে বাসায় আসেন। সন্ধ্যার দিকে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। 

পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

জান্নাতের বাবা হাবিব বলেন, ‘ছয় মাস আগে টঙ্গীর পাগাড় ঝিনুক মার্কেট এলাকার শিপন খানের ছেলে সোহান খানের সঙ্গে বিয়ে হয় জান্নাতের। পারিবারিক কলহে চার মাস আগে আমার মেয়ের বিবাহ বিচ্ছেদ হয়। তারপর থেকেই জান্নাত মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।’ 

টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারানা আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘জান্নাতকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার গলায় ফাঁস লাগার চিহ্ন রয়েছে।’ 

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত