Ajker Patrika

রাজবাড়ী জেলা কারাগারের কয়েদির হাসপাতালে মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৫: ৫৫
রাজবাড়ী জেলা কারাগারের কয়েদির হাসপাতালে মৃত্যু

রাজবাড়ী জেলা কারাগারের কয়েদি শহিদুল বিশ্বাসের (৪৩) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।

শহিদুল বিশ্বাসের ভাই রেজাউল বিশ্বাস বলেন, তাঁর বড় ভাই বালিয়াকান্দির বহরপুর বাজারে পাটের ব্যবসা করতেন। চেক ডিজ-অনার মামলায় তাঁর এক বছরের সাজা হয়। ২০২৩ সালের ১৯ মে থেকে তাঁর ভাই জেলা কারাগারে ছিলেন। আজ ভোরে কারা কর্তৃপক্ষ ফোন করে জানায় যে, তাঁর ভাই অসুস্থ। সকাল ৭টার দিকে তাঁরা কারাগারের গেটে গিয়ে জানতে পারেন, তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম আজকের পত্রিকাকে বলেন, একটি চেকের মামলায় শহিদুল বিশ্বাস আট মাস ধরে কারাগারে রয়েছেন। সকালে বুকে ব্যথা হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন বলেন, ভোর ৬টার দিকে শহিদুলকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়। ভর্তি করা হয় ৬টা ১৫ মিনিটে। ৬টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত