নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচায় বন্দী হায়েনার থাবায় হাত হারিয়েছে এক শিশু। শিশুটির নাম সাঈদ হাসান (২)। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। শিশুটির মায়ের দাবি, চিড়িয়াখানা কর্তৃপক্ষের অবহেলায় এমন ঘটনা ঘটেছে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘এক প্রাণীর কামড়ে এক শিশু আহত হয়েছে। বিষয়টি দেখতে আমরা চিড়িয়াখানায় অবস্থান করছি। বিস্তারিত এখনো জানা যায়নি।’
চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান, আহত শিশুটি বর্তমানে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে ভর্তি। শিশুর বাড়ি রংপুর। তারা সাভারের জিরানী বাজার এলাকায় থাকে। চিকিৎসার ব্যয়ভার বহন করছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। হায়েনার নিরাপত্তা বেষ্টনী উঁচু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশু আহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।
শিশুটির মামা মো. ইউসুফ জানান, গ্রামের বাড়ি থেকে স্বজনদের সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল শিশু সাঈদ। পরে মা শিউলী বেগমের কোল থেকে নেমে হায়েনার খাঁচার কাছে গেলে আক্রমণের শিকার হয়।
মো. ইউসুফ বলেন, ‘গ্রামের বাড়ি থেকে আমার মা-বাবা ঢাকায় বেড়াতে এসেছে। পরে আমার বোনসহ (সাঈদের মা) আরও কয়েকজন আজ সকালে মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে যায়। ভেতরে ঢোকার পরে সাঈদ মায়ের কোল থেকে নেমে খাঁচার কাছে গেলে হায়েনা আক্রমণ করে। সাঈদের ডান হাত খাঁচার ভেতর থেকে টেনে ধরে হায়েনা। পরে বাহির থেকে টান দিলে হাত ছিঁড়ে যায়। পরে দ্রুত পঙ্গু হাসপাতালে আনা হয়।’
এই ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের অবহেলা ছিল উল্লেখ করে ইউসুফ বলেন, ‘যে খাঁচায় হায়েনা ছিল তার দুটি পার্ট। ভেতরের পার্টের গেট খোলা ছিল। আমার ভাগনে ছোট মানুষ, ভালো মন্দ বোঝে না। দৌড়ে খাঁচার কাছে গেছে। চিড়িয়াখানার লোকজন যদি ভালোভাবে খেয়াল রাখত তাহলে এই দুর্ঘটনা ঘটত না।’
চিড়িয়াখানার কর্মকর্তারা ম্যানেজ করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘চিড়িয়াখানার লোকজন নানাভাবে আমাদের বোঝানোর চেষ্টা করছে। তাঁরা চিকিৎসার ব্যবস্থা করেছে। পাশাপাশি বলছে, আমরা যেন কোনো কিছু না করি। হাত গেছে, এটাতো আর পাওয়া যাবে না। তাঁরা আমাদের সহযোগিতা করবে। কিন্তু আমার ভাগনেতো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল এর দায় কে নেবে।’

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচায় বন্দী হায়েনার থাবায় হাত হারিয়েছে এক শিশু। শিশুটির নাম সাঈদ হাসান (২)। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। শিশুটির মায়ের দাবি, চিড়িয়াখানা কর্তৃপক্ষের অবহেলায় এমন ঘটনা ঘটেছে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘এক প্রাণীর কামড়ে এক শিশু আহত হয়েছে। বিষয়টি দেখতে আমরা চিড়িয়াখানায় অবস্থান করছি। বিস্তারিত এখনো জানা যায়নি।’
চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান, আহত শিশুটি বর্তমানে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে ভর্তি। শিশুর বাড়ি রংপুর। তারা সাভারের জিরানী বাজার এলাকায় থাকে। চিকিৎসার ব্যয়ভার বহন করছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। হায়েনার নিরাপত্তা বেষ্টনী উঁচু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশু আহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।
শিশুটির মামা মো. ইউসুফ জানান, গ্রামের বাড়ি থেকে স্বজনদের সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল শিশু সাঈদ। পরে মা শিউলী বেগমের কোল থেকে নেমে হায়েনার খাঁচার কাছে গেলে আক্রমণের শিকার হয়।
মো. ইউসুফ বলেন, ‘গ্রামের বাড়ি থেকে আমার মা-বাবা ঢাকায় বেড়াতে এসেছে। পরে আমার বোনসহ (সাঈদের মা) আরও কয়েকজন আজ সকালে মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে যায়। ভেতরে ঢোকার পরে সাঈদ মায়ের কোল থেকে নেমে খাঁচার কাছে গেলে হায়েনা আক্রমণ করে। সাঈদের ডান হাত খাঁচার ভেতর থেকে টেনে ধরে হায়েনা। পরে বাহির থেকে টান দিলে হাত ছিঁড়ে যায়। পরে দ্রুত পঙ্গু হাসপাতালে আনা হয়।’
এই ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের অবহেলা ছিল উল্লেখ করে ইউসুফ বলেন, ‘যে খাঁচায় হায়েনা ছিল তার দুটি পার্ট। ভেতরের পার্টের গেট খোলা ছিল। আমার ভাগনে ছোট মানুষ, ভালো মন্দ বোঝে না। দৌড়ে খাঁচার কাছে গেছে। চিড়িয়াখানার লোকজন যদি ভালোভাবে খেয়াল রাখত তাহলে এই দুর্ঘটনা ঘটত না।’
চিড়িয়াখানার কর্মকর্তারা ম্যানেজ করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘চিড়িয়াখানার লোকজন নানাভাবে আমাদের বোঝানোর চেষ্টা করছে। তাঁরা চিকিৎসার ব্যবস্থা করেছে। পাশাপাশি বলছে, আমরা যেন কোনো কিছু না করি। হাত গেছে, এটাতো আর পাওয়া যাবে না। তাঁরা আমাদের সহযোগিতা করবে। কিন্তু আমার ভাগনেতো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল এর দায় কে নেবে।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৫ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে