ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মৃতিতে ফুল দিতে যাওয়ার সময় উপজেলা বিএনপির র্যালিতে ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির র্যালি থেকে পাল্টা ধাওয়া দিলে ছাত্রলীগের হামলাকারীরা পালিয়ে যায়।
দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম কুন্টু জানান, আজ সকাল সাড়ে ৮টার সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী র্যালিসহ শহীদ মিনারে পুষ্পস্তবক দিতে গেলে ইউএনও অফিসের ক্লার্ক বলেন, রমজানের মাস হওয়াতে ইউএনও স্যার বলেছেন, সকাল ৯টায় ফুল দেওয়া শুরু হবে। এ জন্য আপনারা পরে আসুন। তখন আমরা র্যালি নিয়ে খাদ্যগুদামের কাছে পৌঁছালে উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদের নেতৃত্বে রতন, আকাশ, সাকিব, শিহাব, রাসেল, ডিপু, সুমনসহ ছাত্রলীগের ১৫/২০ জন ক্যাডার লাঠি, রড, লোহার পাইপ নিয়ে আমাদের ওপর হামলা করে। এ সময় শ্রমিক দল নেতা মো. শাহমুদ্দিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. শাহাদত, শ্রমিক দল নেতা টিপু সুলতানসহ ৫ জন আহত হয়। এর মধ্যে মো. শাহমুদ্দিনের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাঁকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ বলেন, ‘বিএনপির লোকজন আমাদের সঙ্গে গ্যাঞ্জাম করেছে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমাদের ছাত্রলীগের ছেলেরাও আহত হয়েছে।’
এ হামলার ঘটনায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের সম্মান জানাতেও আজ বাধা দেওয়া হচ্ছে। আসলে এ সরকারের গুন্ডা বাহিনীর অত্যাচার মাত্রা ছাড়িয়ে গেছে। এখনই এদের নিয়ন্ত্রণ করুন, নয়তো জনরোষে এরা পালাবার পথ পাবে না।’

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মৃতিতে ফুল দিতে যাওয়ার সময় উপজেলা বিএনপির র্যালিতে ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির র্যালি থেকে পাল্টা ধাওয়া দিলে ছাত্রলীগের হামলাকারীরা পালিয়ে যায়।
দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম কুন্টু জানান, আজ সকাল সাড়ে ৮টার সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী র্যালিসহ শহীদ মিনারে পুষ্পস্তবক দিতে গেলে ইউএনও অফিসের ক্লার্ক বলেন, রমজানের মাস হওয়াতে ইউএনও স্যার বলেছেন, সকাল ৯টায় ফুল দেওয়া শুরু হবে। এ জন্য আপনারা পরে আসুন। তখন আমরা র্যালি নিয়ে খাদ্যগুদামের কাছে পৌঁছালে উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদের নেতৃত্বে রতন, আকাশ, সাকিব, শিহাব, রাসেল, ডিপু, সুমনসহ ছাত্রলীগের ১৫/২০ জন ক্যাডার লাঠি, রড, লোহার পাইপ নিয়ে আমাদের ওপর হামলা করে। এ সময় শ্রমিক দল নেতা মো. শাহমুদ্দিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. শাহাদত, শ্রমিক দল নেতা টিপু সুলতানসহ ৫ জন আহত হয়। এর মধ্যে মো. শাহমুদ্দিনের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাঁকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ বলেন, ‘বিএনপির লোকজন আমাদের সঙ্গে গ্যাঞ্জাম করেছে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমাদের ছাত্রলীগের ছেলেরাও আহত হয়েছে।’
এ হামলার ঘটনায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের সম্মান জানাতেও আজ বাধা দেওয়া হচ্ছে। আসলে এ সরকারের গুন্ডা বাহিনীর অত্যাচার মাত্রা ছাড়িয়ে গেছে। এখনই এদের নিয়ন্ত্রণ করুন, নয়তো জনরোষে এরা পালাবার পথ পাবে না।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
১০ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে