নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাটোর সদরের মীরপাড়ার রাসেল ওরফে কাটা রাসেলের (৩১) বিরুদ্ধে খুন, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। জেলে আসা-যাওয়া তাঁর কাছে নতুন নয়। কিছুদিন আগে এমন স্বামীর সঙ্গে সংসার না করার সিদ্ধান্ত নেন স্ত্রী লাবণ্য সিদ্দিকা সাথী (২৬)। ইতি টানেন সাত বছরের সংসারের।
সর্বশেষ রাসেল কারাগারে থাকা অবস্থায় সাথী তাঁকে তালাক দিয়ে বিয়ে করেন সাবেক স্বামী রাসেলের বন্ধু রাকিবকে। আর বন্ধুর বউকে বিয়ে করাই কাল হলো রাকিব হোসেনের (২৫)। স্ত্রীকে বিয়ে করার প্রতিশোধ নিতেই জামিনে বের হয়ে বন্ধুকে খুন করেন রাসেল।
এ ঘটনায় রাকিবের বড় ভাই মো. শাকিল হোসেন (২৭) রাসেলকে প্রধান আসামি করে পাকশী রেলওয়ে থানায় একটি মামলা করেন। পরে এই মামলায় রাসেলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৩ জুন) রাতে সিআইডি এলআইসি শাখার একটি দল আসামি রাসেল হোসেনকে ডিএমপির মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করে।
সিআইডি জানায়, প্রায় সাত বছর আগে নাটোরের চক বৌদ্ধনাথপুর এলাকার লাবণ্যকে বিয়ে করেন রাসেল। তাঁদের সংসারে রেদোয়ান আহমেদ রোজ (৫) নামে একটি সন্তানও রয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।
মুক্তা ধর জানান, গত ২৩ মার্চ ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় নাটোর সদর থানা-পুলিশ গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন রাসেল। হাজতে থাকা অবস্থায় সাথী তাঁর স্বামী কাটা রাসেলকে ডিভোর্স দিয়ে রাকিবকে বিয়ে করেন। রাসেল বিয়ের সংবাদ পেয়ে প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকেন। মে মাসের ৩১ তারিখে রাসেল জামিনে মুক্তি পান। এরপর কৌশলে রাকিবকে নাটোর রেলওয়ে প্ল্যাটফর্মের ৩ নম্বর ওভার ব্রিজের ওপর ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাকিবকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
মুক্তা ধর আরও জানান, মো. রাসেল ওরফে কাটা রাসেলের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন, দস্যুতা, চাঁদাবাজি, চুরি, নারী নির্যাতন ও অন্যান্য ধারার আইনে মোট ১৪টি মামলা রয়েছে।

নাটোর সদরের মীরপাড়ার রাসেল ওরফে কাটা রাসেলের (৩১) বিরুদ্ধে খুন, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। জেলে আসা-যাওয়া তাঁর কাছে নতুন নয়। কিছুদিন আগে এমন স্বামীর সঙ্গে সংসার না করার সিদ্ধান্ত নেন স্ত্রী লাবণ্য সিদ্দিকা সাথী (২৬)। ইতি টানেন সাত বছরের সংসারের।
সর্বশেষ রাসেল কারাগারে থাকা অবস্থায় সাথী তাঁকে তালাক দিয়ে বিয়ে করেন সাবেক স্বামী রাসেলের বন্ধু রাকিবকে। আর বন্ধুর বউকে বিয়ে করাই কাল হলো রাকিব হোসেনের (২৫)। স্ত্রীকে বিয়ে করার প্রতিশোধ নিতেই জামিনে বের হয়ে বন্ধুকে খুন করেন রাসেল।
এ ঘটনায় রাকিবের বড় ভাই মো. শাকিল হোসেন (২৭) রাসেলকে প্রধান আসামি করে পাকশী রেলওয়ে থানায় একটি মামলা করেন। পরে এই মামলায় রাসেলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৩ জুন) রাতে সিআইডি এলআইসি শাখার একটি দল আসামি রাসেল হোসেনকে ডিএমপির মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করে।
সিআইডি জানায়, প্রায় সাত বছর আগে নাটোরের চক বৌদ্ধনাথপুর এলাকার লাবণ্যকে বিয়ে করেন রাসেল। তাঁদের সংসারে রেদোয়ান আহমেদ রোজ (৫) নামে একটি সন্তানও রয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।
মুক্তা ধর জানান, গত ২৩ মার্চ ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় নাটোর সদর থানা-পুলিশ গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন রাসেল। হাজতে থাকা অবস্থায় সাথী তাঁর স্বামী কাটা রাসেলকে ডিভোর্স দিয়ে রাকিবকে বিয়ে করেন। রাসেল বিয়ের সংবাদ পেয়ে প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকেন। মে মাসের ৩১ তারিখে রাসেল জামিনে মুক্তি পান। এরপর কৌশলে রাকিবকে নাটোর রেলওয়ে প্ল্যাটফর্মের ৩ নম্বর ওভার ব্রিজের ওপর ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাকিবকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
মুক্তা ধর আরও জানান, মো. রাসেল ওরফে কাটা রাসেলের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন, দস্যুতা, চাঁদাবাজি, চুরি, নারী নির্যাতন ও অন্যান্য ধারার আইনে মোট ১৪টি মামলা রয়েছে।

কুমিল্লা নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হন অন্তত আটজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামের আবুল খায়ের মেম্বার ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে
১৬ মিনিট আগে
মাদারীপুরের রাজৈরে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট শাখার সুস্ময় চক্রবর্তী (২৫) নামে এক কর্মীর কাছ থেকে নগদ ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কামালদি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক। আজ শুক্রবার দুপুরে তাঁকে প্যারোলে মুক্তি দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে দাফন শেষে আবারও তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
৪১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে