উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে স্বামীর বাড়ির পাশ থেকে আফরোজা বেগম (৩৬) নামের এক কানাডা প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ১১টার দিকে দক্ষিণখানের নদ্দাপাড়া দক্ষিণপাড়ার শামছুদ্দিন সরকারের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী আশরাফুল আলম পলাতক রয়েছে।
নিহত ওই প্রবাসী নারী নীলফামারী জেলার ডোমার উপজেলার নীজভোগডাবুড়ি গ্রামের মো. আতাউল্লাহ মন্ডলের মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
অপরদিকে তাঁর স্বামী আশরাফুল আলম দক্ষিণখানের নদ্দাপাড়া দক্ষিণপাড়ার শামছুদ্দিন সরকারের ছেলে। স্ত্রীকে হত্যা করে তিনি কানাডা পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের ছোট ভাই আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোন, বোন জামাই ও ভাগনি প্রায় তিন মাস আগে কানাডা থেকে বাংলাদেশে আসে। তারা সবাই কানাডার সিটিজেন। বাংলাদেশে আসার পর তারা বোন জামাইয়ের বাসায় উঠে। হঠাৎ করে গত শুক্রবার থেকে আমার বোনকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সোমবার আমরা দক্ষিণখান থানায় একটি নিখোঁজ জিডি করি। পরে আজ বোন জামাইয়ের বাসার পাশের ফাঁকা জায়গায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহের সন্ধান পাই।’
এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও জিডির তদন্ত কর্মকর্তা মোসাম্মৎ রেজিয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘জিডির পর আমি গতকাল মঙ্গলবার মেয়েটির স্বামীর বাড়িতে যাই। সেখানে বাড়ির কেউ কিছুই বলে নাই। এরপর থেকেই বাড়িতে আমি আমার সোর্স লাগিয়ে রাখি। অতঃপর আমি বুদ্ধি খাটিয়ে মেয়েটির শ্বশুরবাড়ির লোকজনের থেকে জানতে পারি তাঁকে হত্যা করা হয়েছে। পরে নিহতের স্বামীর কাছ থেকে কৌশলে তথ্য নেই। পরে তাকে ভিডিও কল দিলে সে লাশ পুঁতে রাখার জায়গা দেখিয়ে দেয়।’
এসআই রেজিয়া খাতুন বলেন, ‘ওই নারীকে হত্যা করে তার মরদেহ গুমের জন্য মাটিতে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এদিকে নিহতের মরদেহ উদ্ধারকালে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট উপস্থিত ছিল। এ ছাড়া উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিল ছিলেন।
লাশ উদ্ধারকালে বাড়ির আশে পাশে হাজারো উৎসুক জনতা ভিড় জমায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ির গেট আটকে রেখে লাশ উদ্ধারের কার্যক্রম চালানো হয়।

রাজধানীর দক্ষিণখানে স্বামীর বাড়ির পাশ থেকে আফরোজা বেগম (৩৬) নামের এক কানাডা প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ১১টার দিকে দক্ষিণখানের নদ্দাপাড়া দক্ষিণপাড়ার শামছুদ্দিন সরকারের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী আশরাফুল আলম পলাতক রয়েছে।
নিহত ওই প্রবাসী নারী নীলফামারী জেলার ডোমার উপজেলার নীজভোগডাবুড়ি গ্রামের মো. আতাউল্লাহ মন্ডলের মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
অপরদিকে তাঁর স্বামী আশরাফুল আলম দক্ষিণখানের নদ্দাপাড়া দক্ষিণপাড়ার শামছুদ্দিন সরকারের ছেলে। স্ত্রীকে হত্যা করে তিনি কানাডা পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের ছোট ভাই আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোন, বোন জামাই ও ভাগনি প্রায় তিন মাস আগে কানাডা থেকে বাংলাদেশে আসে। তারা সবাই কানাডার সিটিজেন। বাংলাদেশে আসার পর তারা বোন জামাইয়ের বাসায় উঠে। হঠাৎ করে গত শুক্রবার থেকে আমার বোনকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সোমবার আমরা দক্ষিণখান থানায় একটি নিখোঁজ জিডি করি। পরে আজ বোন জামাইয়ের বাসার পাশের ফাঁকা জায়গায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহের সন্ধান পাই।’
এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও জিডির তদন্ত কর্মকর্তা মোসাম্মৎ রেজিয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘জিডির পর আমি গতকাল মঙ্গলবার মেয়েটির স্বামীর বাড়িতে যাই। সেখানে বাড়ির কেউ কিছুই বলে নাই। এরপর থেকেই বাড়িতে আমি আমার সোর্স লাগিয়ে রাখি। অতঃপর আমি বুদ্ধি খাটিয়ে মেয়েটির শ্বশুরবাড়ির লোকজনের থেকে জানতে পারি তাঁকে হত্যা করা হয়েছে। পরে নিহতের স্বামীর কাছ থেকে কৌশলে তথ্য নেই। পরে তাকে ভিডিও কল দিলে সে লাশ পুঁতে রাখার জায়গা দেখিয়ে দেয়।’
এসআই রেজিয়া খাতুন বলেন, ‘ওই নারীকে হত্যা করে তার মরদেহ গুমের জন্য মাটিতে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এদিকে নিহতের মরদেহ উদ্ধারকালে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট উপস্থিত ছিল। এ ছাড়া উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিল ছিলেন।
লাশ উদ্ধারকালে বাড়ির আশে পাশে হাজারো উৎসুক জনতা ভিড় জমায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ির গেট আটকে রেখে লাশ উদ্ধারের কার্যক্রম চালানো হয়।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১১ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৫ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩৯ মিনিট আগে