ঢাবি সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে আরেফিন সিদ্দিকের শুভাকাঙ্ক্ষী শিক্ষকেরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিরাপত্তা শঙ্কার কথা জানালে তাঁরা এ প্রোগ্রাম স্থগিত করতে বাধ্য হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ আলোচনা সভা এবং দোয়া মাহফিল হওয়ার কথা ছিল। তবে গতকাল বুধবার প্রশাসন আয়োজকদের এ প্রোগ্রাম কেন্দ্রিক নিরাপত্তা শঙ্কার কথা জানায়। এ প্রোগ্রামে ছাত্রসংগঠন এবং শিক্ষার্থীরা উদ্বেগ এবং ক্ষোভ জানিয়েছে বলে সতর্কও করে। এতে আয়োজকরা এ প্রোগ্রাম স্থগিত করতে বাধ্য হন।
এই বিষয়ে ক্লাব সভাপতি অধ্যাপক মো. ফজলুর রহমান বলেন, ‘স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকজন শিক্ষক এই প্রোগ্রামের উদ্যোগ নিয়েছিলেন। গতকাল রাতে ক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে আমাকে জানান ওই প্রোগ্রামটি করা যাবে না।’
সাধারণ সম্পাদক আল মুজাদ্দেদী আলফেসানী জানান, তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, এই প্রোগ্রাম হলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। এমনকি কোনো কোনো ছাত্রসংগঠন বা ছাত্ররা এতে বাধা দিতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।
আলফেসানী বলেন, ‘পরে আমি এ বিষয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয় যেহেতু নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না—তাই এটি আমরা স্থগিত করতে বাধ্য হয়েছি।’
অধ্যাপক ফজলুর রহমান বলেন, ‘এ প্রোগ্রামটি আরেফিন সিদ্দিকের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থেকেই আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। অনেকে বলছে এটি নীল দলের প্রোগ্রাম। কিন্তু এখানে আমরা কোনো প্লাটফর্মের ব্যানার ব্যবহার করিনি। আরেফিন সিদ্দিকের সঙ্গে যারা দীর্ঘদিন ছিলাম, তাঁদের আবেগ এবং শ্রদ্ধার জায়গা থেকে এ উদ্যোগ নেওয়া। এটি বন্ধ হওয়ায় আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত হয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘গতকাল রাতে দুটি ছাত্র সংগঠন আমাকে ফোন দিয়ে এ প্রোগ্রাম নিয়ে তাদের উদ্বেগের কথা জানান। শিক্ষার্থীদের মধ্য থেকেও এ প্রোগ্রাম কেন্দ্রিক কয়েকজন ক্ষোভ জানান। পরে আমি এ বিষয়টি ক্লাবের সেক্রেটারিকে জানাই। এরপর রাত ১টার দিকে ক্লাব থেকে স্মরণসভা এবং দোয়া স্থগিত করার বার্তা পাই।’
আরও খবর পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে আরেফিন সিদ্দিকের শুভাকাঙ্ক্ষী শিক্ষকেরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিরাপত্তা শঙ্কার কথা জানালে তাঁরা এ প্রোগ্রাম স্থগিত করতে বাধ্য হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ আলোচনা সভা এবং দোয়া মাহফিল হওয়ার কথা ছিল। তবে গতকাল বুধবার প্রশাসন আয়োজকদের এ প্রোগ্রাম কেন্দ্রিক নিরাপত্তা শঙ্কার কথা জানায়। এ প্রোগ্রামে ছাত্রসংগঠন এবং শিক্ষার্থীরা উদ্বেগ এবং ক্ষোভ জানিয়েছে বলে সতর্কও করে। এতে আয়োজকরা এ প্রোগ্রাম স্থগিত করতে বাধ্য হন।
এই বিষয়ে ক্লাব সভাপতি অধ্যাপক মো. ফজলুর রহমান বলেন, ‘স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকজন শিক্ষক এই প্রোগ্রামের উদ্যোগ নিয়েছিলেন। গতকাল রাতে ক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে আমাকে জানান ওই প্রোগ্রামটি করা যাবে না।’
সাধারণ সম্পাদক আল মুজাদ্দেদী আলফেসানী জানান, তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, এই প্রোগ্রাম হলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। এমনকি কোনো কোনো ছাত্রসংগঠন বা ছাত্ররা এতে বাধা দিতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।
আলফেসানী বলেন, ‘পরে আমি এ বিষয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয় যেহেতু নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না—তাই এটি আমরা স্থগিত করতে বাধ্য হয়েছি।’
অধ্যাপক ফজলুর রহমান বলেন, ‘এ প্রোগ্রামটি আরেফিন সিদ্দিকের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থেকেই আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। অনেকে বলছে এটি নীল দলের প্রোগ্রাম। কিন্তু এখানে আমরা কোনো প্লাটফর্মের ব্যানার ব্যবহার করিনি। আরেফিন সিদ্দিকের সঙ্গে যারা দীর্ঘদিন ছিলাম, তাঁদের আবেগ এবং শ্রদ্ধার জায়গা থেকে এ উদ্যোগ নেওয়া। এটি বন্ধ হওয়ায় আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত হয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘গতকাল রাতে দুটি ছাত্র সংগঠন আমাকে ফোন দিয়ে এ প্রোগ্রাম নিয়ে তাদের উদ্বেগের কথা জানান। শিক্ষার্থীদের মধ্য থেকেও এ প্রোগ্রাম কেন্দ্রিক কয়েকজন ক্ষোভ জানান। পরে আমি এ বিষয়টি ক্লাবের সেক্রেটারিকে জানাই। এরপর রাত ১টার দিকে ক্লাব থেকে স্মরণসভা এবং দোয়া স্থগিত করার বার্তা পাই।’
আরও খবর পড়ুন:
আমরণ অনশনের ২৪ ঘণ্টা অতিবাহিত হয়েছে। ইতিমধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবুও ভিসির পদত্যাগের এক দফা দাবিতে অনড় তাঁরা। শিক্ষার্থীদের সাফ কথা, ‘এক দফা দাবি বাস্তবায়ন না হলে আমরা অনশন থেকে সরব না। প্রয়োজন হলে আমাদের এখানে মৃত্যু হবে।’
৩ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ চুরির মামলাটি পিবিআই থেকে দুদকে হস্তান্তর করা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
৪ মিনিট আগেবরিশালের আগৈলঝাড়ায় র্যাব-৮-এর সদস্যদের মাদকবিরোধী অভিযানে গুলিতে নিহত সিয়াম মোল্লা কলেজছাত্র। সে মাদকসেবী বা মাদক কারবারি নয় বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। নিহতের পর তার গ্রামের বাড়ি উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে আতঙ্ক বিরাজ করছে। এলাকায় মানুষজন নেই বললেই চলে। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন
১১ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের তালা ভেঙে প্রবেশ করেছেন আন্দোলনরত নারী শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২০-২৫ জন শিক্ষার্থীর একটি দল হলের তালা ভেঙে প্রবেশ করেন।
১৬ মিনিট আগে