নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ভিন্ন ভিন্ন আদেশে তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সকালে এই চারজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে মামলার অভিযোগ তদন্তাধীন। এসব মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে আসামিদের বিরুদ্ধে। তাদের গ্রেপ্তার দেখানোর প্রয়োজন। ভবিষ্যতে তাদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর খিলগাঁও পল্লীমা স্কুলের সামনে আহত পরিবহন শ্রমিক সোহেলের করা হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমান, গোলাম দস্তগীর গাজী ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীকে অপহরণ ও গুমের ঘটনায় করা মামলায় বহিষ্কৃত সেনা অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৩ আগস্ট রাতে ঢাকার সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমানকে আটক করা হয়। এ পর্যন্ত ৩৫টির বেশি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ২৫ আগস্ট দিনগত রাতে ঢাকার শান্তিনগর বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নারায়ণগঞ্জের চারটি হত্যা মামলায় এবং ঢাকার খিলগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয় গত ৩ সেপ্টেম্বর। বেশি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মেজর জেনারেল জিয়াউল আহসানকে ঢাকা থেকে আটক করা হয় গত ১৬ আগস্ট। এরপর তাকে ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ভিন্ন ভিন্ন আদেশে তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সকালে এই চারজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে মামলার অভিযোগ তদন্তাধীন। এসব মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে আসামিদের বিরুদ্ধে। তাদের গ্রেপ্তার দেখানোর প্রয়োজন। ভবিষ্যতে তাদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর খিলগাঁও পল্লীমা স্কুলের সামনে আহত পরিবহন শ্রমিক সোহেলের করা হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমান, গোলাম দস্তগীর গাজী ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীকে অপহরণ ও গুমের ঘটনায় করা মামলায় বহিষ্কৃত সেনা অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৩ আগস্ট রাতে ঢাকার সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমানকে আটক করা হয়। এ পর্যন্ত ৩৫টির বেশি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ২৫ আগস্ট দিনগত রাতে ঢাকার শান্তিনগর বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নারায়ণগঞ্জের চারটি হত্যা মামলায় এবং ঢাকার খিলগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয় গত ৩ সেপ্টেম্বর। বেশি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মেজর জেনারেল জিয়াউল আহসানকে ঢাকা থেকে আটক করা হয় গত ১৬ আগস্ট। এরপর তাকে ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
১৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
২১ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
২৩ মিনিট আগে
মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে