
নরসিংদী সদর থানার আলোবানি থেকে জেলার পলাশ থানার নোয়াকান্দা গ্রামে ফেরার পথে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে মেঘনা নদীতে আটকে পড়া বরযাত্রীদের নিরাপদে উদ্ধার করল নৌ-পুলিশ।
গতকাল সোমবার রাত ৯টার দিকে নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের কুতুবপুর ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীর দুই কিলোমিটার গভীরে আটকা পড়াদের উদ্ধার করেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহযোগিতা চাইলে উদ্ধার করা হয় তাঁদের।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি জানান, ঘূর্ণিঝড়ে মেঘনা নদীতে আটকে পড়া ৩৭ জন বরযাত্রীকে উদ্ধার করে নিরাপদে তীরে আনা হয়েছে। তাঁদের মধ্যে ২২ জন পুরুষ, ৬ জন নারী ও ৯টি শিশু ছিল।
এসপি গৌতম কুমার জানান, বরযাত্রীবাহী নৌকাটি নরসিংদী সদর থানার আলোবানি গ্রামে বিয়ে শেষে বাড়ি ফেরার পথে প্রচণ্ড ঝড়ের কবলে গতি সামলাতে না পেরে কচুরিপানার মধ্যে নৌকাসহ আটকে যায়। প্রচণ্ড ঝোড়ো বাতাস ও ঢেউ থাকায় নৌকা বের করতে পারছিলেন না। একপর্যায়ে তাঁরা হতবিহ্বল হয়ে ৯৯৯-এর মাধ্যমে নৌ পুলিশের সাহায্য চান। পরে নৌ-পুলিশ সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত দেড়টার দিকে আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন। পরে তাঁদের কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়িতে আনা হয়।
তিনি আরও জানান, সারা রাত ফাঁড়িতে অবস্থান শেষে ভোর সাড়ে ৫টার দিকে তাঁরা নিজ নিজ বাড়ির উদ্দেশে যাত্রা করেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে