
গাজীপুরের শ্রীপুরে দাম্পত্য কলহের জেরে বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন লাগানোর বিষয়ে পরস্পর–বিরোধী বক্তব্য দিয়েছেন স্বামী–স্ত্রী। স্বামী বলছেন, স্ত্রী আগুন দিয়েছেন। আর স্ত্রী দোষ দিচ্ছেন স্বামীকে।
আজ শনিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক আব্দুস শহীদ উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. ফজলুল হকের ছেলে।
আব্দুস শহীদের স্ত্রী মোর্শেদা খাতুন বলেন, ‘আমার স্বামী একজন মাদকাসক্ত। তার অত্যাচারে আমি, আমার সন্তানেরা অতিষ্ঠ। আমি স্বামীর অত্যাচার থেকে মুক্তি চাই। মাদকের টাকা না পেলেই আমার ওপর অত্যাচার নির্যাতন করে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। আজ মাদকের টাকা না পেয়ে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়। বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।’
তবে আব্দুস শহীদ বলেন, ‘আমি ঘরের ভেতর ঘুমিয়ে ছিলাম। এসময় আগুন লাগে। আগুনের তাপে আমার ঘুম ভেঙে যায়। এরপর উঠে দেখি ঘরে আগুন জ্বলছে। এরপর আমি স্ত্রীর ফোন নম্বরে কল দিলে বন্ধ পাই। আমার স্ত্রী–ই ঘরে আগুন দিয়ে চলে গেছে।’
স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, আব্দুস শহীদের অত্যাচারে তাঁর পরিবার ও প্রতিবেশীরা অতিষ্ঠ। এর আগেও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছেন। বহুবার বিচার–সালিস হয়েছে। কিন্তু তিনি মাদকাসক্ত থেকে ফেরেননি। মাতাল হয়ে প্রায় বেপরোয়া আচরণ করে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন বাড়ির মালিক শহীদ জানিয়েছেন, তাঁর স্ত্রী মোর্শেদা বাড়িতে আগুন দিয়েছেন।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৪ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৮ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
২০ মিনিট আগে