নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং চালু ও বেতন বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের উদ্যোগে ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
শাজাহান খান বলেন, ‘মালিকেরা কিন্তু ঐক্যবদ্ধ, কিন্তু শ্রমিকেরা ঐক্যবদ্ধ না। শ্রমিকদের এই বিভক্তি মালিকদের হাতকেই শক্তিশালী করছে। ৫৭টি গার্মেন্টস ফেডারেশন আছে। কিন্তু একেকটি সংগঠন একেক রকম সর্বনিম্ন বেতন দাবি করছে। কেউ ২০ হাজার, কেউ ২২ হাজার, কেউ ২৩ হাজার, কেউ ২৫ হাজার টাকা দাবি করছেন। আপনারা সবাই বসে একটি মজুরি নির্ধারণ করেন, যে আসলে কত টাকা চান। সবাই মিলে একটা মজুরি নির্ধারণ করেন।’
সাবেক নৌ-পরিবহন মন্ত্রী সাজাহান খান আরও বলেন, ‘শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন হতে পারে, তবে তা হতে হবে নিয়মতান্ত্রিক। শ্রমিক আন্দোলন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। গার্মেন্টস যেমন টিকিয়ে রাখতে হবে, তেমনি শ্রমিকেরাও যাতে টিকে থাকতে পারে-সেই ব্যবস্থা করতে হবে।’
শ্রমিকদের রেশন চালু ও ট্রেড ইউনিয়ন করা প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘গার্মেন্টসে রেশনিং চালু ও বেতন বাড়ানো দরকার। আমি পার্লামেন্টে বিষয়টি বলব এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব-যাতে শ্রমিকদের জন্য রেশনিং চালু করা যায়। মালিকপক্ষরা ট্রেড ইউনিয়ন করতে বাধা দেন। আগে তো করতেই দিতেন না, এখনো বাধা দেন, তবে আগের মতো অতটা বাধা দেন না।’
অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল লিখিত বক্তব্যে ৭ দফা দাবি উত্থাপন করেন। এ সব দাবির মধ্যে রয়েছে—গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন চালু করা, গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল নির্মাণ, জরুরি স্বাস্থ্য ও নিরাপত্তা তহবিল গঠন, স্বল্প ও দীর্ঘমেয়াদি কিস্তিতে স্থায়ী আবাসনের ব্যবস্থা করা, জীবন বিমা স্কিম নিশ্চিত করা, সর্বজনীন কল্যাণ তহবিল গঠন, সাংসদদের নিয়ে শ্রমিক ককাস গঠন।’
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন—বিকেএমইয়ের নির্বাহী সভাপতি মো. হাতেম, বিকেএমইএর সদস্য ফজলে এলাহী শামীম, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং চালু ও বেতন বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের উদ্যোগে ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
শাজাহান খান বলেন, ‘মালিকেরা কিন্তু ঐক্যবদ্ধ, কিন্তু শ্রমিকেরা ঐক্যবদ্ধ না। শ্রমিকদের এই বিভক্তি মালিকদের হাতকেই শক্তিশালী করছে। ৫৭টি গার্মেন্টস ফেডারেশন আছে। কিন্তু একেকটি সংগঠন একেক রকম সর্বনিম্ন বেতন দাবি করছে। কেউ ২০ হাজার, কেউ ২২ হাজার, কেউ ২৩ হাজার, কেউ ২৫ হাজার টাকা দাবি করছেন। আপনারা সবাই বসে একটি মজুরি নির্ধারণ করেন, যে আসলে কত টাকা চান। সবাই মিলে একটা মজুরি নির্ধারণ করেন।’
সাবেক নৌ-পরিবহন মন্ত্রী সাজাহান খান আরও বলেন, ‘শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন হতে পারে, তবে তা হতে হবে নিয়মতান্ত্রিক। শ্রমিক আন্দোলন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। গার্মেন্টস যেমন টিকিয়ে রাখতে হবে, তেমনি শ্রমিকেরাও যাতে টিকে থাকতে পারে-সেই ব্যবস্থা করতে হবে।’
শ্রমিকদের রেশন চালু ও ট্রেড ইউনিয়ন করা প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘গার্মেন্টসে রেশনিং চালু ও বেতন বাড়ানো দরকার। আমি পার্লামেন্টে বিষয়টি বলব এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব-যাতে শ্রমিকদের জন্য রেশনিং চালু করা যায়। মালিকপক্ষরা ট্রেড ইউনিয়ন করতে বাধা দেন। আগে তো করতেই দিতেন না, এখনো বাধা দেন, তবে আগের মতো অতটা বাধা দেন না।’
অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল লিখিত বক্তব্যে ৭ দফা দাবি উত্থাপন করেন। এ সব দাবির মধ্যে রয়েছে—গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন চালু করা, গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল নির্মাণ, জরুরি স্বাস্থ্য ও নিরাপত্তা তহবিল গঠন, স্বল্প ও দীর্ঘমেয়াদি কিস্তিতে স্থায়ী আবাসনের ব্যবস্থা করা, জীবন বিমা স্কিম নিশ্চিত করা, সর্বজনীন কল্যাণ তহবিল গঠন, সাংসদদের নিয়ে শ্রমিক ককাস গঠন।’
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন—বিকেএমইয়ের নির্বাহী সভাপতি মো. হাতেম, বিকেএমইএর সদস্য ফজলে এলাহী শামীম, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৬ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে