নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং চালু ও বেতন বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের উদ্যোগে ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
শাজাহান খান বলেন, ‘মালিকেরা কিন্তু ঐক্যবদ্ধ, কিন্তু শ্রমিকেরা ঐক্যবদ্ধ না। শ্রমিকদের এই বিভক্তি মালিকদের হাতকেই শক্তিশালী করছে। ৫৭টি গার্মেন্টস ফেডারেশন আছে। কিন্তু একেকটি সংগঠন একেক রকম সর্বনিম্ন বেতন দাবি করছে। কেউ ২০ হাজার, কেউ ২২ হাজার, কেউ ২৩ হাজার, কেউ ২৫ হাজার টাকা দাবি করছেন। আপনারা সবাই বসে একটি মজুরি নির্ধারণ করেন, যে আসলে কত টাকা চান। সবাই মিলে একটা মজুরি নির্ধারণ করেন।’
সাবেক নৌ-পরিবহন মন্ত্রী সাজাহান খান আরও বলেন, ‘শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন হতে পারে, তবে তা হতে হবে নিয়মতান্ত্রিক। শ্রমিক আন্দোলন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। গার্মেন্টস যেমন টিকিয়ে রাখতে হবে, তেমনি শ্রমিকেরাও যাতে টিকে থাকতে পারে-সেই ব্যবস্থা করতে হবে।’
শ্রমিকদের রেশন চালু ও ট্রেড ইউনিয়ন করা প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘গার্মেন্টসে রেশনিং চালু ও বেতন বাড়ানো দরকার। আমি পার্লামেন্টে বিষয়টি বলব এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব-যাতে শ্রমিকদের জন্য রেশনিং চালু করা যায়। মালিকপক্ষরা ট্রেড ইউনিয়ন করতে বাধা দেন। আগে তো করতেই দিতেন না, এখনো বাধা দেন, তবে আগের মতো অতটা বাধা দেন না।’
অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল লিখিত বক্তব্যে ৭ দফা দাবি উত্থাপন করেন। এ সব দাবির মধ্যে রয়েছে—গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন চালু করা, গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল নির্মাণ, জরুরি স্বাস্থ্য ও নিরাপত্তা তহবিল গঠন, স্বল্প ও দীর্ঘমেয়াদি কিস্তিতে স্থায়ী আবাসনের ব্যবস্থা করা, জীবন বিমা স্কিম নিশ্চিত করা, সর্বজনীন কল্যাণ তহবিল গঠন, সাংসদদের নিয়ে শ্রমিক ককাস গঠন।’
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন—বিকেএমইয়ের নির্বাহী সভাপতি মো. হাতেম, বিকেএমইএর সদস্য ফজলে এলাহী শামীম, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং চালু ও বেতন বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের উদ্যোগে ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
শাজাহান খান বলেন, ‘মালিকেরা কিন্তু ঐক্যবদ্ধ, কিন্তু শ্রমিকেরা ঐক্যবদ্ধ না। শ্রমিকদের এই বিভক্তি মালিকদের হাতকেই শক্তিশালী করছে। ৫৭টি গার্মেন্টস ফেডারেশন আছে। কিন্তু একেকটি সংগঠন একেক রকম সর্বনিম্ন বেতন দাবি করছে। কেউ ২০ হাজার, কেউ ২২ হাজার, কেউ ২৩ হাজার, কেউ ২৫ হাজার টাকা দাবি করছেন। আপনারা সবাই বসে একটি মজুরি নির্ধারণ করেন, যে আসলে কত টাকা চান। সবাই মিলে একটা মজুরি নির্ধারণ করেন।’
সাবেক নৌ-পরিবহন মন্ত্রী সাজাহান খান আরও বলেন, ‘শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন হতে পারে, তবে তা হতে হবে নিয়মতান্ত্রিক। শ্রমিক আন্দোলন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। গার্মেন্টস যেমন টিকিয়ে রাখতে হবে, তেমনি শ্রমিকেরাও যাতে টিকে থাকতে পারে-সেই ব্যবস্থা করতে হবে।’
শ্রমিকদের রেশন চালু ও ট্রেড ইউনিয়ন করা প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘গার্মেন্টসে রেশনিং চালু ও বেতন বাড়ানো দরকার। আমি পার্লামেন্টে বিষয়টি বলব এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব-যাতে শ্রমিকদের জন্য রেশনিং চালু করা যায়। মালিকপক্ষরা ট্রেড ইউনিয়ন করতে বাধা দেন। আগে তো করতেই দিতেন না, এখনো বাধা দেন, তবে আগের মতো অতটা বাধা দেন না।’
অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল লিখিত বক্তব্যে ৭ দফা দাবি উত্থাপন করেন। এ সব দাবির মধ্যে রয়েছে—গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন চালু করা, গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল নির্মাণ, জরুরি স্বাস্থ্য ও নিরাপত্তা তহবিল গঠন, স্বল্প ও দীর্ঘমেয়াদি কিস্তিতে স্থায়ী আবাসনের ব্যবস্থা করা, জীবন বিমা স্কিম নিশ্চিত করা, সর্বজনীন কল্যাণ তহবিল গঠন, সাংসদদের নিয়ে শ্রমিক ককাস গঠন।’
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন—বিকেএমইয়ের নির্বাহী সভাপতি মো. হাতেম, বিকেএমইএর সদস্য ফজলে এলাহী শামীম, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে