নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সালমান এফ. রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা পিএলসির ৩৮০ জন শ্রমিক-কর্মচারী তাদের ৩২ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
‘সাইনোভিয়া ফার্মার সাধারণ শ্রমিক কর্মচারীবৃন্দ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দ্রুত বেতন পরিশোধের আহ্বান জানান এবং প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্টের আনা মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।
সাইনোভিয়া ফার্মার সিনিয়র টেরিটরি ম্যানেজার মো. মাহমুদ হাসান লিখিত বক্তব্যে জানান, ৩৮০ জন কর্মী সাইনোভিয়া ফার্মার স্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছেন। তারা ৩২ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত ১২ আগস্ট থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন। বিষয়টি শ্রম অধিদপ্তর ও অন্যান্য সরকারি দপ্তরকে জানানো হলেও এখনো কোনো সুরাহা হয়নি।
তিনি আরও বলেন, গত ২১ অক্টোবর ম্যানেজমেন্ট এক সংবাদ সম্মেলনে শ্রমিকদের অবস্থান কর্মসূচিকে বেআইনি ও অযৌক্তিক বলে দাবি করে। কিন্তু শ্রমিকেরা এ অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করেন এবং জানান যে, বেতন পরিশোধের দাবি সম্পূর্ণ আইনগতভাবে বৈধ এবং আদালত কর্তৃক সমর্থিত।
মাহমুদ হাসান অভিযোগ করেন, গত ২১ সেপ্টেম্বর ম্যানেজমেন্ট সহযোগিতায় শ্রমিকদের ওপর হামলা চালানো হয় এবং মূল ফটকে তালা লাগিয়ে অফিসে প্রবেশ বাধাগ্রস্ত করে। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে প্রকৃত ঘটনা স্পষ্ট হয়ে যাবে।
আগামী ২৪ অক্টোবর ঢাকায় আপস মীমাংসার আরেকটি সভা অনুষ্ঠিত হবে। যেখানে সাইনোভিয়া ফার্মার মালিকপক্ষের প্রতিনিধি উপস্থিত থেকে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাইনোভিয়া ফার্মা পিএলসি এর সিনিয়র টেরিটরি ম্যানেজার সঞ্জীব চক্রবর্তীসহ অনেক কর্মকর্তা-কর্মচারী।

সালমান এফ. রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা পিএলসির ৩৮০ জন শ্রমিক-কর্মচারী তাদের ৩২ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
‘সাইনোভিয়া ফার্মার সাধারণ শ্রমিক কর্মচারীবৃন্দ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দ্রুত বেতন পরিশোধের আহ্বান জানান এবং প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্টের আনা মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।
সাইনোভিয়া ফার্মার সিনিয়র টেরিটরি ম্যানেজার মো. মাহমুদ হাসান লিখিত বক্তব্যে জানান, ৩৮০ জন কর্মী সাইনোভিয়া ফার্মার স্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছেন। তারা ৩২ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত ১২ আগস্ট থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন। বিষয়টি শ্রম অধিদপ্তর ও অন্যান্য সরকারি দপ্তরকে জানানো হলেও এখনো কোনো সুরাহা হয়নি।
তিনি আরও বলেন, গত ২১ অক্টোবর ম্যানেজমেন্ট এক সংবাদ সম্মেলনে শ্রমিকদের অবস্থান কর্মসূচিকে বেআইনি ও অযৌক্তিক বলে দাবি করে। কিন্তু শ্রমিকেরা এ অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করেন এবং জানান যে, বেতন পরিশোধের দাবি সম্পূর্ণ আইনগতভাবে বৈধ এবং আদালত কর্তৃক সমর্থিত।
মাহমুদ হাসান অভিযোগ করেন, গত ২১ সেপ্টেম্বর ম্যানেজমেন্ট সহযোগিতায় শ্রমিকদের ওপর হামলা চালানো হয় এবং মূল ফটকে তালা লাগিয়ে অফিসে প্রবেশ বাধাগ্রস্ত করে। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে প্রকৃত ঘটনা স্পষ্ট হয়ে যাবে।
আগামী ২৪ অক্টোবর ঢাকায় আপস মীমাংসার আরেকটি সভা অনুষ্ঠিত হবে। যেখানে সাইনোভিয়া ফার্মার মালিকপক্ষের প্রতিনিধি উপস্থিত থেকে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাইনোভিয়া ফার্মা পিএলসি এর সিনিয়র টেরিটরি ম্যানেজার সঞ্জীব চক্রবর্তীসহ অনেক কর্মকর্তা-কর্মচারী।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
২ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৬ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩০ মিনিট আগে