মুন্সিগঞ্জ প্রতিনিধি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘বিদ্যুৎ নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তা দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উঠতে সক্ষম হব। ইতিমধ্যে কয়লা নিয়ে জাহাজ রওনা দিয়েছে। এক সপ্তাহের মধ্যে একটি আমূল পরিবর্তন আসবে।’
আজ বুধবার মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিমে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার যখন ক্ষমতা ছিল তখন দিনে ১৮ থেকে ২০ ঘণ্টার লোডশেডিং ছিল। কিন্তু আমাদের সরকার বিগত সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করেছে। প্রধানমন্ত্রী আমাদের ভালো রাখতে রাখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন বিদ্যুৎ না থাকলে মনে হয় কী যেন নাই।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ টিকে আছে। অন্য কেউ থাকলে এত দিনে পাকিস্তান-শ্রীলঙ্কার হয়ে যেত। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, এমন ক্ষতি করোনাকালীনও হয়নি। আমাদের প্রধানমন্ত্রী দেশের সব নাগরিকের খাদ্যব্যবস্থা নিশ্চিত করেছেন, তাই এখন আর কেউ অনাহারে থাকে না।’
মো. জাহিদ আহসান রাসেল আরও বলেন, ‘সব বয়সের মানুষের খেলাধুলায় মনোযোগী হওয়া উচিত। খেলাধুলা পারে শরীর ও মনকে চাঙা রাখতে। মাদক ও সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।’
জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে সমাবেশ বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব পরিমল সিংহ, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান আনিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল-জুনায়েদ, মীরকাদিম পৌর মেয়র আব্দুস ছালাম প্রমুখ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘বিদ্যুৎ নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তা দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উঠতে সক্ষম হব। ইতিমধ্যে কয়লা নিয়ে জাহাজ রওনা দিয়েছে। এক সপ্তাহের মধ্যে একটি আমূল পরিবর্তন আসবে।’
আজ বুধবার মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিমে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার যখন ক্ষমতা ছিল তখন দিনে ১৮ থেকে ২০ ঘণ্টার লোডশেডিং ছিল। কিন্তু আমাদের সরকার বিগত সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করেছে। প্রধানমন্ত্রী আমাদের ভালো রাখতে রাখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন বিদ্যুৎ না থাকলে মনে হয় কী যেন নাই।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ টিকে আছে। অন্য কেউ থাকলে এত দিনে পাকিস্তান-শ্রীলঙ্কার হয়ে যেত। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, এমন ক্ষতি করোনাকালীনও হয়নি। আমাদের প্রধানমন্ত্রী দেশের সব নাগরিকের খাদ্যব্যবস্থা নিশ্চিত করেছেন, তাই এখন আর কেউ অনাহারে থাকে না।’
মো. জাহিদ আহসান রাসেল আরও বলেন, ‘সব বয়সের মানুষের খেলাধুলায় মনোযোগী হওয়া উচিত। খেলাধুলা পারে শরীর ও মনকে চাঙা রাখতে। মাদক ও সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।’
জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে সমাবেশ বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব পরিমল সিংহ, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান আনিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল-জুনায়েদ, মীরকাদিম পৌর মেয়র আব্দুস ছালাম প্রমুখ।

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
১৯ মিনিট আগে
শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।
৪৪ মিনিট আগে
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্তবর্তী গ্রামগুলোয় দীর্ঘদিন ধরে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিম কার্ড। শুধু সীমান্তে নয়, এমন সিমের ব্যবহারের প্রমাণ মিলেছে খোদ ফেনী শহরেও; যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে...
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে তিন দিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।
২ ঘণ্টা আগে