ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর এক বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্ত্রীর মৃত্যুর কয়েক ঘণ্টা পর স্বামীর মৃত্যু হয়েছে। তাঁদের তিন বছরের মেয়ের অবস্থাও বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
গতকাল বুধবার রাত পৌনে ২টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে একটি ছয়তলা বাড়ির নিচতলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে আগুনে ঝলসে যায় ইতি আক্তার (৩০), তাঁর স্বামী রিপন (৪০) ও তাঁদের তিন বছরের মেয়ে রাফিয়া।
স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে মারা যান ইতি। এর কয়েক ঘণ্টা পর বিকেলে তাঁর স্বামীর মৃত্যুর খবর আসে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আজ বিকেল সোয়া ৫টার দিকে রিপনের মৃত্যু হয়।
শাওন বলেন, আগুনে শ্বাসনালিসহ ইতি আক্তারের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়। তাঁর স্বামী রিপনের শরীরের ৭০ শতাংশ ও তাঁদের মেয়ে রাফিয়ার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।
এ বিষয়ে নিহত রিপনের প্রতিবেশী তাসলিমা মনি জানান, গতকাল রাতে বিকট শব্দের সঙ্গে ইতিদের বাড়ি থেকে চিৎকারের শব্দ পান তিনি। ছুটে গিয়ে দেখেন, ইতি, তাঁর স্বামী ও তাঁদের তিন বছরের মেয়ে রাফিয়ার শরীর আগুনে ঝলসে গেছে। বাড়ির দরজা-জানলা ভেঙে গেছে। অন্যদের সহায়তায় তখনই তিনি তাঁদের হাসপাতালে নিয়ে আসেন।
বিস্ফোরণের কারণ সম্পর্কে তাসলিমা বলেন, ধারণা করা হচ্ছে, ইতিদের বাড়ির সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস জমে যায়। রাতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণটি ঘটে।

রাজধানীর যাত্রাবাড়ীর এক বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্ত্রীর মৃত্যুর কয়েক ঘণ্টা পর স্বামীর মৃত্যু হয়েছে। তাঁদের তিন বছরের মেয়ের অবস্থাও বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
গতকাল বুধবার রাত পৌনে ২টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে একটি ছয়তলা বাড়ির নিচতলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে আগুনে ঝলসে যায় ইতি আক্তার (৩০), তাঁর স্বামী রিপন (৪০) ও তাঁদের তিন বছরের মেয়ে রাফিয়া।
স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে মারা যান ইতি। এর কয়েক ঘণ্টা পর বিকেলে তাঁর স্বামীর মৃত্যুর খবর আসে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আজ বিকেল সোয়া ৫টার দিকে রিপনের মৃত্যু হয়।
শাওন বলেন, আগুনে শ্বাসনালিসহ ইতি আক্তারের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়। তাঁর স্বামী রিপনের শরীরের ৭০ শতাংশ ও তাঁদের মেয়ে রাফিয়ার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।
এ বিষয়ে নিহত রিপনের প্রতিবেশী তাসলিমা মনি জানান, গতকাল রাতে বিকট শব্দের সঙ্গে ইতিদের বাড়ি থেকে চিৎকারের শব্দ পান তিনি। ছুটে গিয়ে দেখেন, ইতি, তাঁর স্বামী ও তাঁদের তিন বছরের মেয়ে রাফিয়ার শরীর আগুনে ঝলসে গেছে। বাড়ির দরজা-জানলা ভেঙে গেছে। অন্যদের সহায়তায় তখনই তিনি তাঁদের হাসপাতালে নিয়ে আসেন।
বিস্ফোরণের কারণ সম্পর্কে তাসলিমা বলেন, ধারণা করা হচ্ছে, ইতিদের বাড়ির সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস জমে যায়। রাতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণটি ঘটে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
৪৩ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে