সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় কেব্ল টিভি (ডিশ) ব্যবসার দ্বন্দ্বে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডিশ ব্যবসার দ্বন্দ্ব সমাধান ও মীমাংসার কথা বলে ডেকে নিয়ে ইউনিয়ন যুবলীগ নেতা মাসুম খান ও তাঁর সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া বাজারসংলগ্ন কোহিনুর সরকার মার্কেটের পেছনে ওয়াজউদ্দিনের বাসার সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন আশুলিয়ার দুর্গাপুর এলাকার মোতালেব সরকারের ছেলে মানিক সরকার (৫০), ইয়াকুব আলী সরকারের ছেলে সাইদুর সরকার (৩৮) এবং মহিউদ্দিন সরকারের ছেলে শরীফ সরকার (৩৬)।
গুলিবিদ্ধ মানিক সরকার বলেন, ‘আমরা ওই এলাকায় ১০ বছর ধরে ডিশের ব্যবসা করে আসছিলাম। সন্ধ্যায় হঠাৎ অশ্রু, সালমান, মাসুম ও বক্কর আমাদের লাইনের সংযোগ কেটে তাদের সংযোগ দিচ্ছিল। এ ঘটনায় অশ্রুর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তারা তাদের অফিসে বিষয়টি মীমাংসার জন্য ডাকে। পরে আমরা আমাদের সিনিয়রদের নিয়ে অশ্রুর অফিসে গেলে কথা-কাটাকাটি হয়। এ সময় তারা অস্ত্র নিয়ে অতর্কিত গুলি চালালে আমাদের তিনজন গুলিবিদ্ধ হয়। তাদের কাছে অবৈধ অস্ত্র আছে। পরে আমাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।’
তবে বিষয়টি অস্বীকার করে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মাসুম খান বলেন, ‘ঘটনা ঘটেছে শুনেছি। তবে বেশি কিছু জানি না। আমি ওখানে ছিলাম না।’
মাসুম খানের সহযোগী সালমান বলেন, ‘এর আগেও তারা আমাদের ওপর হামলা করেছে। আজকেও তারাই গুলি করেছে। লোকজন বসে ছিল। গুলি করার পর সবাই দৌড়ে পালিয়েছে।’
এ বিষয়ে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ সরকার বলেন, ‘মানিক সরকার, সাইদুর সরকার ও শরীফ সরকার তিনজনই আমাদের একটি ওয়ার্ডের বিভিন্ন পদে আছে। আজকের এ ঘটনা সম্পর্কে আমি জানি না।’
আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, ‘প্রাথমিকভাবে তিনজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য মিলেছে। এ ঘটনার তদন্ত চলছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্তারিত পরে বলা যাবে।’
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) মো. আবদুল্লাহিল কাফী বলেন, ‘কেব্ল টিভির ব্যবসাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।’

সাভারের আশুলিয়ায় কেব্ল টিভি (ডিশ) ব্যবসার দ্বন্দ্বে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডিশ ব্যবসার দ্বন্দ্ব সমাধান ও মীমাংসার কথা বলে ডেকে নিয়ে ইউনিয়ন যুবলীগ নেতা মাসুম খান ও তাঁর সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া বাজারসংলগ্ন কোহিনুর সরকার মার্কেটের পেছনে ওয়াজউদ্দিনের বাসার সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন আশুলিয়ার দুর্গাপুর এলাকার মোতালেব সরকারের ছেলে মানিক সরকার (৫০), ইয়াকুব আলী সরকারের ছেলে সাইদুর সরকার (৩৮) এবং মহিউদ্দিন সরকারের ছেলে শরীফ সরকার (৩৬)।
গুলিবিদ্ধ মানিক সরকার বলেন, ‘আমরা ওই এলাকায় ১০ বছর ধরে ডিশের ব্যবসা করে আসছিলাম। সন্ধ্যায় হঠাৎ অশ্রু, সালমান, মাসুম ও বক্কর আমাদের লাইনের সংযোগ কেটে তাদের সংযোগ দিচ্ছিল। এ ঘটনায় অশ্রুর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তারা তাদের অফিসে বিষয়টি মীমাংসার জন্য ডাকে। পরে আমরা আমাদের সিনিয়রদের নিয়ে অশ্রুর অফিসে গেলে কথা-কাটাকাটি হয়। এ সময় তারা অস্ত্র নিয়ে অতর্কিত গুলি চালালে আমাদের তিনজন গুলিবিদ্ধ হয়। তাদের কাছে অবৈধ অস্ত্র আছে। পরে আমাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।’
তবে বিষয়টি অস্বীকার করে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মাসুম খান বলেন, ‘ঘটনা ঘটেছে শুনেছি। তবে বেশি কিছু জানি না। আমি ওখানে ছিলাম না।’
মাসুম খানের সহযোগী সালমান বলেন, ‘এর আগেও তারা আমাদের ওপর হামলা করেছে। আজকেও তারাই গুলি করেছে। লোকজন বসে ছিল। গুলি করার পর সবাই দৌড়ে পালিয়েছে।’
এ বিষয়ে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ সরকার বলেন, ‘মানিক সরকার, সাইদুর সরকার ও শরীফ সরকার তিনজনই আমাদের একটি ওয়ার্ডের বিভিন্ন পদে আছে। আজকের এ ঘটনা সম্পর্কে আমি জানি না।’
আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, ‘প্রাথমিকভাবে তিনজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য মিলেছে। এ ঘটনার তদন্ত চলছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্তারিত পরে বলা যাবে।’
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) মো. আবদুল্লাহিল কাফী বলেন, ‘কেব্ল টিভির ব্যবসাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে