ঢামেক প্রতিবেদক

রাজধানীর মিরপুরে বাবার সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিফাত খান (২১) নামের এক যুবক খুন হয়েছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে মিরপুর ১২ নম্বরের সি ব্লকের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এ সময় যুবককে রক্ষা করতে গিয়ে তাঁর বাবা আহত হন। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
রিফাত খানের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার উত্তর সালদর গ্রামে। বর্তমানে মিরপুর ১২ নম্বর সেকশনের ডি ব্লকের ২৫ নম্বর রোডে থাকেন।
হাসপাতালে মৃত রিফাতের বাবা সাগর খান জানান, রিফাত আগে গার্মেন্টসে চাকরি করলেও বর্তমান বেকার ছিল। এক ভাই ও এক বোনের মধ্যে রিফাত ছিলেন বড়।
সাগর খান আরও জানান, দুপুরে রিফাত একটি কাজে শেওড়াপাড়া যাচ্ছিলেন। পরে তাঁর কাছে ফোন আসে—রিফাতকে মিরপুর ১২-এর পুরোনো থানার সামনের রাস্তায় ১৫ থেকে ২০ জন যুবক আটকে রেখেছেন। পরে সেখানে গিয়ে রিফাতকে আটকে রাখার কথা জিজ্ঞেস করলে তাঁরা জানান, টাকাপয়সার লেনদেন নিয়ে ঝামেলা আছে। পরে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে রিফাতের বুকের মাঝে ছুরিকাঘাত করেন। রিফাতকে বাঁচাতে গেলে তাঁর পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। পরে রিফাতকে দ্রুত স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেকে নিয়ে এলে মারা যান।
সাগর খান বলেন, ‘যারা আমার ছেলেকে খুন করেছে, তাদের কাউকে আমি চিনি না। রিফাতের সঙ্গে কী নিয়ে দ্বন্দ্ব, তা-ও জানতে পারি নাই।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলের দিকে ওই যুবককে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের বুকের মাঝখানে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই যুবকের বাবার পিঠে আঘাত রয়েছে। তাঁকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রাজধানীর মিরপুরে বাবার সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিফাত খান (২১) নামের এক যুবক খুন হয়েছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে মিরপুর ১২ নম্বরের সি ব্লকের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এ সময় যুবককে রক্ষা করতে গিয়ে তাঁর বাবা আহত হন। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
রিফাত খানের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার উত্তর সালদর গ্রামে। বর্তমানে মিরপুর ১২ নম্বর সেকশনের ডি ব্লকের ২৫ নম্বর রোডে থাকেন।
হাসপাতালে মৃত রিফাতের বাবা সাগর খান জানান, রিফাত আগে গার্মেন্টসে চাকরি করলেও বর্তমান বেকার ছিল। এক ভাই ও এক বোনের মধ্যে রিফাত ছিলেন বড়।
সাগর খান আরও জানান, দুপুরে রিফাত একটি কাজে শেওড়াপাড়া যাচ্ছিলেন। পরে তাঁর কাছে ফোন আসে—রিফাতকে মিরপুর ১২-এর পুরোনো থানার সামনের রাস্তায় ১৫ থেকে ২০ জন যুবক আটকে রেখেছেন। পরে সেখানে গিয়ে রিফাতকে আটকে রাখার কথা জিজ্ঞেস করলে তাঁরা জানান, টাকাপয়সার লেনদেন নিয়ে ঝামেলা আছে। পরে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে রিফাতের বুকের মাঝে ছুরিকাঘাত করেন। রিফাতকে বাঁচাতে গেলে তাঁর পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। পরে রিফাতকে দ্রুত স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেকে নিয়ে এলে মারা যান।
সাগর খান বলেন, ‘যারা আমার ছেলেকে খুন করেছে, তাদের কাউকে আমি চিনি না। রিফাতের সঙ্গে কী নিয়ে দ্বন্দ্ব, তা-ও জানতে পারি নাই।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলের দিকে ওই যুবককে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের বুকের মাঝখানে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই যুবকের বাবার পিঠে আঘাত রয়েছে। তাঁকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কুমিল্লা নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হন অন্তত আটজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামের আবুল খায়ের মেম্বার ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে
১৬ মিনিট আগে
মাদারীপুরের রাজৈরে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট শাখার সুস্ময় চক্রবর্তী (২৫) নামে এক কর্মীর কাছ থেকে নগদ ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কামালদি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক। আজ শুক্রবার দুপুরে তাঁকে প্যারোলে মুক্তি দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে দাফন শেষে আবারও তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
৪১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে