আজকের পত্রিকা ডেস্ক

গণ-অভ্যুত্থানের পর সবাই আপসের পথ বেছে নিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আপস করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। তারা তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চাইছে।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণ-অভ্যুত্থান ও বর্তমান করণীয়’ শীর্ষক উন্মুক্ত সভায় আলোচকেরা এমন মন্তব্য করেন।
তাঁরা বলেন, গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
সভাটির আয়োজন করে গণ-অভ্যুত্থান সমর্থক মঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার অনুপস্থিত ছিলেন।
জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, ৫ আগস্ট বিপ্লবী ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানের ফলে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে এবং খুনি হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। এই অভ্যুত্থানে ২ হাজারের বেশি মানুষ শহীদ হন। তিনি আরও বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং রাষ্ট্রের আমূল সংস্কার। কিন্তু তিন মাস না পেরোতেই রাজনৈতিক দলগুলো সেই চেতনা থেকে দূরে সরে গেছে।
সভায় আরও বক্তব্য দেন প্রকৌশলী মোনতাছির, গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সর্বজনীন দলের নূর মোহাম্মদ মনির এবং শিক্ষার্থী নাফিউল ইসলাম।
বক্তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া, সংবিধান সংস্কার এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের মতো বিষয়গুলোতে আপসের সমালোচনা করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা থাকলেও রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে বলে মত দেন আলোচকেরা।

গণ-অভ্যুত্থানের পর সবাই আপসের পথ বেছে নিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আপস করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। তারা তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চাইছে।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণ-অভ্যুত্থান ও বর্তমান করণীয়’ শীর্ষক উন্মুক্ত সভায় আলোচকেরা এমন মন্তব্য করেন।
তাঁরা বলেন, গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
সভাটির আয়োজন করে গণ-অভ্যুত্থান সমর্থক মঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার অনুপস্থিত ছিলেন।
জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, ৫ আগস্ট বিপ্লবী ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানের ফলে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে এবং খুনি হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। এই অভ্যুত্থানে ২ হাজারের বেশি মানুষ শহীদ হন। তিনি আরও বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং রাষ্ট্রের আমূল সংস্কার। কিন্তু তিন মাস না পেরোতেই রাজনৈতিক দলগুলো সেই চেতনা থেকে দূরে সরে গেছে।
সভায় আরও বক্তব্য দেন প্রকৌশলী মোনতাছির, গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সর্বজনীন দলের নূর মোহাম্মদ মনির এবং শিক্ষার্থী নাফিউল ইসলাম।
বক্তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া, সংবিধান সংস্কার এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের মতো বিষয়গুলোতে আপসের সমালোচনা করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা থাকলেও রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে বলে মত দেন আলোচকেরা।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৩১ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
৪২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে