আজকের পত্রিকা ডেস্ক

গণ-অভ্যুত্থানের পর সবাই আপসের পথ বেছে নিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আপস করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। তারা তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চাইছে।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণ-অভ্যুত্থান ও বর্তমান করণীয়’ শীর্ষক উন্মুক্ত সভায় আলোচকেরা এমন মন্তব্য করেন।
তাঁরা বলেন, গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
সভাটির আয়োজন করে গণ-অভ্যুত্থান সমর্থক মঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার অনুপস্থিত ছিলেন।
জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, ৫ আগস্ট বিপ্লবী ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানের ফলে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে এবং খুনি হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। এই অভ্যুত্থানে ২ হাজারের বেশি মানুষ শহীদ হন। তিনি আরও বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং রাষ্ট্রের আমূল সংস্কার। কিন্তু তিন মাস না পেরোতেই রাজনৈতিক দলগুলো সেই চেতনা থেকে দূরে সরে গেছে।
সভায় আরও বক্তব্য দেন প্রকৌশলী মোনতাছির, গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সর্বজনীন দলের নূর মোহাম্মদ মনির এবং শিক্ষার্থী নাফিউল ইসলাম।
বক্তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া, সংবিধান সংস্কার এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের মতো বিষয়গুলোতে আপসের সমালোচনা করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা থাকলেও রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে বলে মত দেন আলোচকেরা।

গণ-অভ্যুত্থানের পর সবাই আপসের পথ বেছে নিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আপস করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। তারা তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চাইছে।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণ-অভ্যুত্থান ও বর্তমান করণীয়’ শীর্ষক উন্মুক্ত সভায় আলোচকেরা এমন মন্তব্য করেন।
তাঁরা বলেন, গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
সভাটির আয়োজন করে গণ-অভ্যুত্থান সমর্থক মঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার অনুপস্থিত ছিলেন।
জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, ৫ আগস্ট বিপ্লবী ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানের ফলে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে এবং খুনি হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। এই অভ্যুত্থানে ২ হাজারের বেশি মানুষ শহীদ হন। তিনি আরও বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং রাষ্ট্রের আমূল সংস্কার। কিন্তু তিন মাস না পেরোতেই রাজনৈতিক দলগুলো সেই চেতনা থেকে দূরে সরে গেছে।
সভায় আরও বক্তব্য দেন প্রকৌশলী মোনতাছির, গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সর্বজনীন দলের নূর মোহাম্মদ মনির এবং শিক্ষার্থী নাফিউল ইসলাম।
বক্তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া, সংবিধান সংস্কার এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের মতো বিষয়গুলোতে আপসের সমালোচনা করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা থাকলেও রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে বলে মত দেন আলোচকেরা।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে