পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীর সংঘর্ষের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে থানায় মামলা হয়েছে। পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী মো. জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন ও আতিকুর রহমান মাসুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৩৯ জন নেতা কর্মীর নাম উল্লেখসহ দেড় হাজার নেতা কর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আজ রোববার সকালে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ কামাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ দিকে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৩ নেতা কর্মী ও সমর্থককে আটক করা হয়েছে। দুপুরে পুলিশ হেফাজতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলা ও আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান।
পুলিশ ও বিএনপি নেতা কর্মী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে পাকুন্দিয়া উপজেলা বিএনপি। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী মো. জালাল উদ্দিনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা কর্মী মিছিল নিয়ে পৌর সদর বাজারের দিকে যায়। এ সময় সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় পুলিশের বাঁধার মুখে পড়ে তারা। সেখানে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ও কার্তুজ (রাবার বুলেট) ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন ও আতিকুর রহমান মাসুদের নেতৃত্বে বিএনপি নেতা কর্মীরা একই দাবিতে মিছিল নিয়ে পৌর সদর বাজারে আসার সময় টিঅ্যান্ডটি রোডে পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের বাঁধার মুখে পড়ে। এ সময় বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সেখানেও পুলিশ কাঁদানে গ্যাস ও কার্তুজ ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসব সংঘর্ষের ঘটনায় পুলিশের ৯ জন সদস্য, আওয়ামী লীগের ৮-১০ জন নেতা কর্মী এবং বিএনপির শতাধিক নেতা কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে পৌর ছাত্রদল নেতা সাব্বির হোসেন শ্রাবণের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। পুলিশের ছোরা কার্তুজে গুরুতর আহত শ্রাবণ বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সার্বক্ষণিক শ্রাবণের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন উপজেলা, জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতারা।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীর সংঘর্ষের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে থানায় মামলা হয়েছে। পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী মো. জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন ও আতিকুর রহমান মাসুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৩৯ জন নেতা কর্মীর নাম উল্লেখসহ দেড় হাজার নেতা কর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আজ রোববার সকালে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ কামাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ দিকে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৩ নেতা কর্মী ও সমর্থককে আটক করা হয়েছে। দুপুরে পুলিশ হেফাজতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলা ও আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান।
পুলিশ ও বিএনপি নেতা কর্মী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে পাকুন্দিয়া উপজেলা বিএনপি। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী মো. জালাল উদ্দিনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা কর্মী মিছিল নিয়ে পৌর সদর বাজারের দিকে যায়। এ সময় সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় পুলিশের বাঁধার মুখে পড়ে তারা। সেখানে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ও কার্তুজ (রাবার বুলেট) ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন ও আতিকুর রহমান মাসুদের নেতৃত্বে বিএনপি নেতা কর্মীরা একই দাবিতে মিছিল নিয়ে পৌর সদর বাজারে আসার সময় টিঅ্যান্ডটি রোডে পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের বাঁধার মুখে পড়ে। এ সময় বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সেখানেও পুলিশ কাঁদানে গ্যাস ও কার্তুজ ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসব সংঘর্ষের ঘটনায় পুলিশের ৯ জন সদস্য, আওয়ামী লীগের ৮-১০ জন নেতা কর্মী এবং বিএনপির শতাধিক নেতা কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে পৌর ছাত্রদল নেতা সাব্বির হোসেন শ্রাবণের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। পুলিশের ছোরা কার্তুজে গুরুতর আহত শ্রাবণ বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সার্বক্ষণিক শ্রাবণের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন উপজেলা, জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতারা।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
২ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৪৪ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে