নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ৫ এপ্রিল থেকে বেলা ২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে বলে জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এম এ এন ছিদ্দিক বলেন, ‘৫ এপ্রিল থেকে সময় বেড়ে বেলা ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। পরবর্তীকালে ক্রমান্বয়ে সময় বাড়িয়ে জুলাই মাস থেকে সম্পূর্ণ সময়সূচি অনুযায়ী আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলবে।’
মহাপরিচালক বলেন, মার্চের ২৯ তারিখ পর্যন্ত মেট্রোরেলের আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা, আর ব্যয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। এই সময়ে যাত্রী পরিবহন হয়েছে ১০ লাখ ৭৭ হাজার জন। এই ব্যয়ের মধ্যে বেশির ভাগ বিদ্যুৎ বিল। তবে একটা ফ্লাট বিদ্যুৎ বিলের জন্য কথা হচ্ছে। এ ছাড়া বাকি সবকিছুই এই ব্যয়ের মধ্যে আছে।
পাশাপাশি শুক্রবার (৩১ মার্চ) থেকে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত; বাকি উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া মেট্রো স্টেশন খুলে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। ফলে চালু হওয়ার তিন মাসের মধ্যে এই রুটের সব স্টেশনে একসঙ্গে যাত্রী ওঠানামা করতে পারবে।
এম এ এন ছিদ্দিক বলেন, ‘একটা প্রতিশ্রুতি ছিল; মার্চের মধ্যে এই রুটে সব স্টেশন চালু করার। সেই মোতাবেক শুক্রবার বাকি দুটি স্টেশন চালু হচ্ছে।’
নতুন দুটি স্টেশনের মধ্যে আগারগাঁও থেকে শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা এবং উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ৪০ টাকা। আর উত্তরা থেকে উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ২০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা ঠিক করেছে কর্তৃপক্ষ।
উদ্বোধনের পর উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেলের কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর-১০, কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হয়।
গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করা হয়। প্রথমে লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারে উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন হয়। এ বছরের মধ্যেই চালু হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশ। সেভাবেই প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।

আগামী ৫ এপ্রিল থেকে বেলা ২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে বলে জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এম এ এন ছিদ্দিক বলেন, ‘৫ এপ্রিল থেকে সময় বেড়ে বেলা ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। পরবর্তীকালে ক্রমান্বয়ে সময় বাড়িয়ে জুলাই মাস থেকে সম্পূর্ণ সময়সূচি অনুযায়ী আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলবে।’
মহাপরিচালক বলেন, মার্চের ২৯ তারিখ পর্যন্ত মেট্রোরেলের আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা, আর ব্যয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। এই সময়ে যাত্রী পরিবহন হয়েছে ১০ লাখ ৭৭ হাজার জন। এই ব্যয়ের মধ্যে বেশির ভাগ বিদ্যুৎ বিল। তবে একটা ফ্লাট বিদ্যুৎ বিলের জন্য কথা হচ্ছে। এ ছাড়া বাকি সবকিছুই এই ব্যয়ের মধ্যে আছে।
পাশাপাশি শুক্রবার (৩১ মার্চ) থেকে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত; বাকি উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া মেট্রো স্টেশন খুলে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। ফলে চালু হওয়ার তিন মাসের মধ্যে এই রুটের সব স্টেশনে একসঙ্গে যাত্রী ওঠানামা করতে পারবে।
এম এ এন ছিদ্দিক বলেন, ‘একটা প্রতিশ্রুতি ছিল; মার্চের মধ্যে এই রুটে সব স্টেশন চালু করার। সেই মোতাবেক শুক্রবার বাকি দুটি স্টেশন চালু হচ্ছে।’
নতুন দুটি স্টেশনের মধ্যে আগারগাঁও থেকে শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা এবং উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ৪০ টাকা। আর উত্তরা থেকে উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ২০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা ঠিক করেছে কর্তৃপক্ষ।
উদ্বোধনের পর উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেলের কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর-১০, কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হয়।
গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করা হয়। প্রথমে লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারে উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন হয়। এ বছরের মধ্যেই চালু হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশ। সেভাবেই প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।

ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় এক স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাড়াগাঁও বড়চালা আজিজুল মেম্বারবাড়ীর মোড়ে ভালুকা-বাটাজোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন। আজ বৃহস্পতিবার অষ্টগ্রাম উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
৮ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গত ১৫ মাসে যেসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পেয়েছেন, তাঁদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে শাখা ছাত্রদল।
১২ মিনিট আগে
যশোর সীমান্তে অভিযান চালিয়ে গত এক বছরে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৬৫ জন চোরাকারবারিকে ধরা হয়েছে।
২১ মিনিট আগে