উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় সরকারি কাজে বাধা ও র্যাবের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (২৯ জুন) ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার নয়জন হলেন উত্তরার আবদুল্লাহপুর এলাকার সাজ্জাদ হোসেন, পাবনার আমিনপুর উপজেলার শফিক মোল্লা, দক্ষিণখানের ট্রান্সমিটার বালুর মাঠ এলাকার আরিফুল ইসলাম, দক্ষিণখান ফায়দাবাদের এলাকার তন্ময় হোসেন শাওন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রবিউল ইসলাম, উত্তরার আবদুল্লাহপুর বেড়িবাঁধের আনোয়ার হোসেন আশিক, ভোলার দুলারহাট উপজেলার সাইফুল ইসলাম সাগর, গাজীপুরের টঙ্গী এলাকার জালাল খান এবং দক্ষিণখানের ফায়দাবাদ গার্ডেন সিটির মো. আমির।
এর আগে শনিবার দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টরের হোটেল মিলিনা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব। পরে র্যাব বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় গ্রেপ্তার নয়জনসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-১১ জনের নামে মামলা করে। মামলায় সরকারি কাজে বাধা ও র্যাবের ওপর হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
র্যাব-১-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডের মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম বলেন, মিলিনা হোটেলে মালিক আনোয়ার হোসেনের সঙ্গে আগের ব্যবসায়িক সূত্র ধরে শফিক মোল্লা ও তাঁর সহযোগীরা হোটেলটি দখল করতে মব সৃষ্টির চেষ্টা চালান। ওই সময় ১০টি মোটরসাইকেলে ২৪ জন ছিলেন। বিষয়টি র্যাবের গোয়েন্দা দল দেখতে পেয়ে দূর থেকে ছবি তোলে ও ভিডিও করে। যা দেখতে পেয়ে দখলকারীরা র্যাবের গোয়েন্দা দলকে ঘেরাও করে। পরে র্যাবের টহল দল ও উত্তরা পূর্ব থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজধানীর উত্তরায় সরকারি কাজে বাধা ও র্যাবের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (২৯ জুন) ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার নয়জন হলেন উত্তরার আবদুল্লাহপুর এলাকার সাজ্জাদ হোসেন, পাবনার আমিনপুর উপজেলার শফিক মোল্লা, দক্ষিণখানের ট্রান্সমিটার বালুর মাঠ এলাকার আরিফুল ইসলাম, দক্ষিণখান ফায়দাবাদের এলাকার তন্ময় হোসেন শাওন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রবিউল ইসলাম, উত্তরার আবদুল্লাহপুর বেড়িবাঁধের আনোয়ার হোসেন আশিক, ভোলার দুলারহাট উপজেলার সাইফুল ইসলাম সাগর, গাজীপুরের টঙ্গী এলাকার জালাল খান এবং দক্ষিণখানের ফায়দাবাদ গার্ডেন সিটির মো. আমির।
এর আগে শনিবার দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টরের হোটেল মিলিনা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব। পরে র্যাব বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় গ্রেপ্তার নয়জনসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-১১ জনের নামে মামলা করে। মামলায় সরকারি কাজে বাধা ও র্যাবের ওপর হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
র্যাব-১-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডের মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম বলেন, মিলিনা হোটেলে মালিক আনোয়ার হোসেনের সঙ্গে আগের ব্যবসায়িক সূত্র ধরে শফিক মোল্লা ও তাঁর সহযোগীরা হোটেলটি দখল করতে মব সৃষ্টির চেষ্টা চালান। ওই সময় ১০টি মোটরসাইকেলে ২৪ জন ছিলেন। বিষয়টি র্যাবের গোয়েন্দা দল দেখতে পেয়ে দূর থেকে ছবি তোলে ও ভিডিও করে। যা দেখতে পেয়ে দখলকারীরা র্যাবের গোয়েন্দা দলকে ঘেরাও করে। পরে র্যাবের টহল দল ও উত্তরা পূর্ব থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে