সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতা এড়াতে শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশেই মোতায়েন করা হয়েছে পুলিশ-র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ শতাধিক সদস্য। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। পয়েন্টে পয়েন্টে চলছে তল্লাশি কার্যক্রম।
আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর পয়েন্টে ১০০ জন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ৮০ জন, সাইনবোর্ডে ১২০ জন পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া প্রতিটি পয়েন্টে র্যাবের শতাধিক সদস্য নিয়োজিত রয়েছেন। র্যাব-পুলিশ ছাড়াও নারায়ণগঞ্জ ডিবি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, ঢাকায় দুই দলের সমাবেশ ঘিরে কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সে জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, কাঁচপুর, শিমরাইল মোড়, সাইনবোর্ড, চাষাঢ়া পয়েন্টসহ পুরো জেলায় সাড়ে তিন শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।
র্যাব-১১-এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, কাঁচপুর, মৌচাক, সাইনবোর্ড, চাষাঢ়াসহ আরও গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট বসিয়েছি। যাঁদেরই সন্দেহ হচ্ছে, তাঁদের তল্লাশি চালানো হয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ পুরো জেলায় দুই শতাধিক র্যাব সদস্য মোতায়েন রয়েছে।’

ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতা এড়াতে শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশেই মোতায়েন করা হয়েছে পুলিশ-র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ শতাধিক সদস্য। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। পয়েন্টে পয়েন্টে চলছে তল্লাশি কার্যক্রম।
আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর পয়েন্টে ১০০ জন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ৮০ জন, সাইনবোর্ডে ১২০ জন পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া প্রতিটি পয়েন্টে র্যাবের শতাধিক সদস্য নিয়োজিত রয়েছেন। র্যাব-পুলিশ ছাড়াও নারায়ণগঞ্জ ডিবি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, ঢাকায় দুই দলের সমাবেশ ঘিরে কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সে জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, কাঁচপুর, শিমরাইল মোড়, সাইনবোর্ড, চাষাঢ়া পয়েন্টসহ পুরো জেলায় সাড়ে তিন শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।
র্যাব-১১-এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, কাঁচপুর, মৌচাক, সাইনবোর্ড, চাষাঢ়াসহ আরও গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট বসিয়েছি। যাঁদেরই সন্দেহ হচ্ছে, তাঁদের তল্লাশি চালানো হয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ পুরো জেলায় দুই শতাধিক র্যাব সদস্য মোতায়েন রয়েছে।’

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে