নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহ ধরে রোগীর সংখ্যা বাড়তির দিকে। আর এক মাসের ব্যবধানে রোগী শনাক্তের হার আশঙ্কাজনক। আর এসব রোগীদের মধ্যে শতকরা ৯৮ ভাগই রাজধানীর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৮ জন। এদের মধ্যে ১৫ জনই রাজধানী ঢাকার।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত মে মাসে দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ৪৩ জন। আজ রোববার পর্যন্ত চলতি মাসে রোগী ভর্তি হয়েছে ২২৫ জন। দেশের সরকারি বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন ৭৭ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন ৭৪ জন। এ পর্যন্ত রোগী ভর্তি হন ৩২৫ জন এবং সুস্থ হয়ে ছুটি নিয়েছেন ২৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার একজন কর্মকর্তা জানান, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার আগে থেকেই তারা সোচ্চার ছিলেন। কিন্তু দেশে করোনাভাইরাসের রোগীর সংক্রমণ বেড়ে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডেঙ্গুর দিকে নজর দিচ্ছিল না। কিন্তু এখন রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা গতি ফিরেছে। অর্থাৎ তারা লড়ে চড়ে বসছেন।
ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু মশার লার্ভা প্রতিরোধে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। তবে শুধু অভিযান চালিয়ে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয় বলে মনে করেছেন ঢাকা সিটি করপোরেশন। তাদের ভাষ্যমতে, নাগরিকদের মধ্যে সচেতনতাই ডেঙ্গু নির্মূল করা সম্ভব। বৃষ্টির মৌসুমে বাড়িতে, অফিসে, কিংবা খোলা মাঠে স্বচ্ছ কোনো বস্তুতে পানি জমে না থাকে, সে বিষয়ে নাগরিকদের সচেতনতা জরুরি।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. জোবায়দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, করোনার কারণে রাজধানীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পানি জমে এডিস মশার জন্ম নিতে পারে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমামসহ সংশ্লিষ্টদের নিয়ে একাধিক বৈঠক করা হয়েছে। এ ছাড়া রাজধানীর সিভিল সোসাইটিসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করা হয়েছে। পাশাপাশি মশক নিধনে অভিযানও চালানো হচ্ছে।

ঢাকা: রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহ ধরে রোগীর সংখ্যা বাড়তির দিকে। আর এক মাসের ব্যবধানে রোগী শনাক্তের হার আশঙ্কাজনক। আর এসব রোগীদের মধ্যে শতকরা ৯৮ ভাগই রাজধানীর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৮ জন। এদের মধ্যে ১৫ জনই রাজধানী ঢাকার।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত মে মাসে দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ৪৩ জন। আজ রোববার পর্যন্ত চলতি মাসে রোগী ভর্তি হয়েছে ২২৫ জন। দেশের সরকারি বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন ৭৭ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন ৭৪ জন। এ পর্যন্ত রোগী ভর্তি হন ৩২৫ জন এবং সুস্থ হয়ে ছুটি নিয়েছেন ২৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার একজন কর্মকর্তা জানান, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার আগে থেকেই তারা সোচ্চার ছিলেন। কিন্তু দেশে করোনাভাইরাসের রোগীর সংক্রমণ বেড়ে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডেঙ্গুর দিকে নজর দিচ্ছিল না। কিন্তু এখন রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা গতি ফিরেছে। অর্থাৎ তারা লড়ে চড়ে বসছেন।
ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু মশার লার্ভা প্রতিরোধে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। তবে শুধু অভিযান চালিয়ে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয় বলে মনে করেছেন ঢাকা সিটি করপোরেশন। তাদের ভাষ্যমতে, নাগরিকদের মধ্যে সচেতনতাই ডেঙ্গু নির্মূল করা সম্ভব। বৃষ্টির মৌসুমে বাড়িতে, অফিসে, কিংবা খোলা মাঠে স্বচ্ছ কোনো বস্তুতে পানি জমে না থাকে, সে বিষয়ে নাগরিকদের সচেতনতা জরুরি।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. জোবায়দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, করোনার কারণে রাজধানীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পানি জমে এডিস মশার জন্ম নিতে পারে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমামসহ সংশ্লিষ্টদের নিয়ে একাধিক বৈঠক করা হয়েছে। এ ছাড়া রাজধানীর সিভিল সোসাইটিসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করা হয়েছে। পাশাপাশি মশক নিধনে অভিযানও চালানো হচ্ছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে