নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসা ১২ জঙ্গির মধ্যে আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সাজ্জাদ ওরফে শামসকে ছিনিয়ে নেওয়াই ছিল অপারেশন টিমের মূল টার্গেট। কিন্তু তাঁকে ছিনিয়ে নিতে পারেনি অপারেশনে থাকা জঙ্গিরা। আজ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।
মো. আসাদুজ্জামান আরও বলেন, জঙ্গি ছিনিয়ে নেওয়ার অপারেশনে থাকা সদস্য ও কারাগারে থাকা জঙ্গিদের মধ্যে এই ছিনতাইয়ের পরিকল্পনা সমন্বয় করেছেন ২০১৭ সাল থেকে জামিনে থাকা জঙ্গি মেহেদী হাসান অমি ওরফে রাফি। আদালতে হাজিরা দিতে আসা জঙ্গিদের হাতে কিছু নগদ টাকাও তুলে দিয়েছিলেন অমি।
গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ী থেকে অমিকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। তাঁকে জিজ্ঞাসাবাদের পর আজ বৃহস্পতিবার দুপুরে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
গত রোববার দুপুরে আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয় জঙ্গিরা।
প্রথম দফায় আদালত থেকে বেরিয়ে আসা চার জঙ্গিকে ছিনিয়ে নিতে চাইলেও দুই জঙ্গি আরাফাত রহমান ও আব্দুস সবুর ওরফে রাজু ওরফে সাদ ওরফে সুজনকে ছিনিয়ে নিতে পারেনি জঙ্গিরা।
সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘অমিকে গ্রেপ্তারের পর আজ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে আরও তথ্য জানার চেষ্টা করা হবে।’
২০১৭ সালের ২৩ নভেম্বর রাজধানীর আমিনবাজার থেকে গ্রেপ্তার হন আরাফাত। তিনি আনসার আল ইসলামের অপারেশন শাখার সদস্য। পলাতক জঙ্গি নেতা মেজর জিয়ার বিশ্বস্ত ও সাংগঠনিক নেতা ছিলেন তিনি। তাই তাঁকে ছিনিয়ে নেওয়াই মূল টার্গেট ছিল বলে জানিয়েছে সিটিটিসি।

কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসা ১২ জঙ্গির মধ্যে আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সাজ্জাদ ওরফে শামসকে ছিনিয়ে নেওয়াই ছিল অপারেশন টিমের মূল টার্গেট। কিন্তু তাঁকে ছিনিয়ে নিতে পারেনি অপারেশনে থাকা জঙ্গিরা। আজ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।
মো. আসাদুজ্জামান আরও বলেন, জঙ্গি ছিনিয়ে নেওয়ার অপারেশনে থাকা সদস্য ও কারাগারে থাকা জঙ্গিদের মধ্যে এই ছিনতাইয়ের পরিকল্পনা সমন্বয় করেছেন ২০১৭ সাল থেকে জামিনে থাকা জঙ্গি মেহেদী হাসান অমি ওরফে রাফি। আদালতে হাজিরা দিতে আসা জঙ্গিদের হাতে কিছু নগদ টাকাও তুলে দিয়েছিলেন অমি।
গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ী থেকে অমিকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। তাঁকে জিজ্ঞাসাবাদের পর আজ বৃহস্পতিবার দুপুরে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
গত রোববার দুপুরে আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয় জঙ্গিরা।
প্রথম দফায় আদালত থেকে বেরিয়ে আসা চার জঙ্গিকে ছিনিয়ে নিতে চাইলেও দুই জঙ্গি আরাফাত রহমান ও আব্দুস সবুর ওরফে রাজু ওরফে সাদ ওরফে সুজনকে ছিনিয়ে নিতে পারেনি জঙ্গিরা।
সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘অমিকে গ্রেপ্তারের পর আজ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে আরও তথ্য জানার চেষ্টা করা হবে।’
২০১৭ সালের ২৩ নভেম্বর রাজধানীর আমিনবাজার থেকে গ্রেপ্তার হন আরাফাত। তিনি আনসার আল ইসলামের অপারেশন শাখার সদস্য। পলাতক জঙ্গি নেতা মেজর জিয়ার বিশ্বস্ত ও সাংগঠনিক নেতা ছিলেন তিনি। তাই তাঁকে ছিনিয়ে নেওয়াই মূল টার্গেট ছিল বলে জানিয়েছে সিটিটিসি।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৬ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে