কিশোরগঞ্জ প্রতিনিধি

হাওর ভ্রমণ করেছেন কিশোরগঞ্জ জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা। শুক্রবার সকাল থেকে সারা দিনব্যাপী এ ভ্রমণে সমিতির ১২০ জন কর্মকর্তা-সদস্য অংশ নেন।
শুরুতে সকাল ৭টায় জেলা শহর থেকে সড়ক পথে হাওরের অন্যতম প্রবেশদ্বার করিমগঞ্জের বালিখলার উদ্দেশ্যে রওনা করেন সবাই। ৪০ মিনিটের মধ্যেই বালিখলা ধনু নদীর পাড়ে পৌঁছে যান সকলেই। তারপর ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) চেপে দিগন্ত বিস্তৃত জলরাশির বুক চিরে হাওরের বিস্ময় অল-ওয়েদার সড়কের সৌন্দর্য দেখতে যাত্রা শুরু।
নৌকা (ট্রলার) পথে যাত্রার শুরুতেই ১২০ জন যাত্রীর সকলের হাতে আজকের পত্রিকা তুলে দেন কিশোরগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও পত্রিকা ঘরের স্বত্বাধিকারী এম এ সাদেক মুকুল। পরে তিনি চলন্ত ট্রলারে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে আজকের পত্রিকার বিভিন্ন দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তব্য শেষে আজকের পত্রিকার মান সম্পর্কে এক এক করে সকলকেই কথা বলেন।
কিশোরগঞ্জ জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ডা. মো. আবদুল হাই (শিশু বিশেষজ্ঞ) বলেন, বাজারে নতুন আসলেও আজকের পত্রিকা নিসন্দেহে পাঠকের নজর কেড়েছে। এ পত্রিকার সকল খবরে আমরা কিছুটা হলেও ভিন্নতার স্বাদ পাই। বিশেষ করে আমাদের কিশোরগঞ্জের স্থানীয় খবর এ পত্রিকায় সবচেয়ে বেশি ছাপা হয়। এতে করে আমরা জেলায় প্রতিদিন ঘটে যাওয়া ঘটনাগুলো এক নজরে দেখতে ও পড়তে পারি।
কিশোরগঞ্জ জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ বলেন, এত এত ছাপা পত্রিকার ভিড়ে একটি ব্যতিক্রমী পত্রিকা হলো আজকের পত্রিকা। শুরু থেকেই এ পত্রিকার আমি নিয়মিত পাঠক।
এ ছাড়াও সমিতির প্রধান উপদেষ্টা আবদুল হেকিম, সহসভাপতি সুর বিতানের স্বত্বাধিকারী নুরু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীনসহ অনেকেই আজকের পত্রিকার বিষয়ে কথা বলেন।
প্রায় দেড় ঘণ্টা পর ট্রলার পৌঁছে যায় মিঠামইন উপজেলার কামালপুরে অবস্থিত বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট আবদুল হামিদের বাড়ির পাশের ঘাটে। সেখান থেকে সবাই পায়ে হেঁটে চলে যায় পানির বুক চিরে বয়ে চলা দৃষ্টি নন্দন ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অল-ওয়েদার সড়কে। দুপুরের খাবার শেষ করে আবারও নৌকায় চেপে বালিখলা। সেখান থেকে সন্ধ্যার আগেই সড়ক পথে জেলা শহরে ফিরে আসেন সবাই।

হাওর ভ্রমণ করেছেন কিশোরগঞ্জ জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা। শুক্রবার সকাল থেকে সারা দিনব্যাপী এ ভ্রমণে সমিতির ১২০ জন কর্মকর্তা-সদস্য অংশ নেন।
শুরুতে সকাল ৭টায় জেলা শহর থেকে সড়ক পথে হাওরের অন্যতম প্রবেশদ্বার করিমগঞ্জের বালিখলার উদ্দেশ্যে রওনা করেন সবাই। ৪০ মিনিটের মধ্যেই বালিখলা ধনু নদীর পাড়ে পৌঁছে যান সকলেই। তারপর ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) চেপে দিগন্ত বিস্তৃত জলরাশির বুক চিরে হাওরের বিস্ময় অল-ওয়েদার সড়কের সৌন্দর্য দেখতে যাত্রা শুরু।
নৌকা (ট্রলার) পথে যাত্রার শুরুতেই ১২০ জন যাত্রীর সকলের হাতে আজকের পত্রিকা তুলে দেন কিশোরগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও পত্রিকা ঘরের স্বত্বাধিকারী এম এ সাদেক মুকুল। পরে তিনি চলন্ত ট্রলারে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে আজকের পত্রিকার বিভিন্ন দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তব্য শেষে আজকের পত্রিকার মান সম্পর্কে এক এক করে সকলকেই কথা বলেন।
কিশোরগঞ্জ জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ডা. মো. আবদুল হাই (শিশু বিশেষজ্ঞ) বলেন, বাজারে নতুন আসলেও আজকের পত্রিকা নিসন্দেহে পাঠকের নজর কেড়েছে। এ পত্রিকার সকল খবরে আমরা কিছুটা হলেও ভিন্নতার স্বাদ পাই। বিশেষ করে আমাদের কিশোরগঞ্জের স্থানীয় খবর এ পত্রিকায় সবচেয়ে বেশি ছাপা হয়। এতে করে আমরা জেলায় প্রতিদিন ঘটে যাওয়া ঘটনাগুলো এক নজরে দেখতে ও পড়তে পারি।
কিশোরগঞ্জ জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ বলেন, এত এত ছাপা পত্রিকার ভিড়ে একটি ব্যতিক্রমী পত্রিকা হলো আজকের পত্রিকা। শুরু থেকেই এ পত্রিকার আমি নিয়মিত পাঠক।
এ ছাড়াও সমিতির প্রধান উপদেষ্টা আবদুল হেকিম, সহসভাপতি সুর বিতানের স্বত্বাধিকারী নুরু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীনসহ অনেকেই আজকের পত্রিকার বিষয়ে কথা বলেন।
প্রায় দেড় ঘণ্টা পর ট্রলার পৌঁছে যায় মিঠামইন উপজেলার কামালপুরে অবস্থিত বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট আবদুল হামিদের বাড়ির পাশের ঘাটে। সেখান থেকে সবাই পায়ে হেঁটে চলে যায় পানির বুক চিরে বয়ে চলা দৃষ্টি নন্দন ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অল-ওয়েদার সড়কে। দুপুরের খাবার শেষ করে আবারও নৌকায় চেপে বালিখলা। সেখান থেকে সন্ধ্যার আগেই সড়ক পথে জেলা শহরে ফিরে আসেন সবাই।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে