নিজস্ব প্রতিনিধি, ঢাকা

শিশুরা জেগে উঠলে অন্ধকার দূরীভূত হবে। তারাই আমাদের জন্য একটি আলোকিত বিশ্ব গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ শনিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত বিশ্ব শিশু ও শিশু অধিকার সপ্তাহ–২০২১ এর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন এবং শোষণ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, শিশুরা ভালোবাসা চায়। আর এই ভালোবাসা যেন তারা পরিবার থেকেই পায়। কোনভাবেই তাদের যেন নির্যাতন ও শোষণ করা না হয়।
অভিভাবকদের উদ্দেশে শিরীন শারমিন বলেন, শিশুরা অনেক কিছু ভাবে। এই ভাবনাগুলো ইতিবাচক। তাই তাদের কথা বলার আরও সুযোগ করে দিতে হবে। তাদের কথা শোনার ধৈর্যও আমাদের রাখতে হবে।
'যখন আমি খোকা ছিলাম, ছিলাম ভালো বেশ। খোকা হয়েই বাবার কাছে বায়না ছিল অশেষ' কবিতার কিছু লাইন উল্লেখ করে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম বলেন, আমরা চাই প্রতিটি শিশুর শৈশব হোক গৌরবান্বিত। আমরা যেন শিশু অধিকার বিষয়ে সচেতন থাকি।
এ সময় তিনি সর্বস্তরের নাগরিকদের শিশুর কল্যাণে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া শিশুদের প্রতি দায়িত্ববোধ যেন শুধু একটি সপ্তাহের মধ্যেই সীমিত না থাকে, সে জন্য সকল অভিভাবক ও সচেতন মহলের কাছে শিশুদের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান শিশু একাডেমির চেয়ারম্যান।
এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, শিশুদের সৃজনশীল ও মননশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আজ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাস্তরে কোন বৈষম্য নেই। শিশুরা ধীরে ধীরে এগিয়ে যাবে। বিশ্ব দরবারে তারাই বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ শিশু একাডেমির শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

শিশুরা জেগে উঠলে অন্ধকার দূরীভূত হবে। তারাই আমাদের জন্য একটি আলোকিত বিশ্ব গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ শনিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত বিশ্ব শিশু ও শিশু অধিকার সপ্তাহ–২০২১ এর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন এবং শোষণ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, শিশুরা ভালোবাসা চায়। আর এই ভালোবাসা যেন তারা পরিবার থেকেই পায়। কোনভাবেই তাদের যেন নির্যাতন ও শোষণ করা না হয়।
অভিভাবকদের উদ্দেশে শিরীন শারমিন বলেন, শিশুরা অনেক কিছু ভাবে। এই ভাবনাগুলো ইতিবাচক। তাই তাদের কথা বলার আরও সুযোগ করে দিতে হবে। তাদের কথা শোনার ধৈর্যও আমাদের রাখতে হবে।
'যখন আমি খোকা ছিলাম, ছিলাম ভালো বেশ। খোকা হয়েই বাবার কাছে বায়না ছিল অশেষ' কবিতার কিছু লাইন উল্লেখ করে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম বলেন, আমরা চাই প্রতিটি শিশুর শৈশব হোক গৌরবান্বিত। আমরা যেন শিশু অধিকার বিষয়ে সচেতন থাকি।
এ সময় তিনি সর্বস্তরের নাগরিকদের শিশুর কল্যাণে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া শিশুদের প্রতি দায়িত্ববোধ যেন শুধু একটি সপ্তাহের মধ্যেই সীমিত না থাকে, সে জন্য সকল অভিভাবক ও সচেতন মহলের কাছে শিশুদের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান শিশু একাডেমির চেয়ারম্যান।
এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, শিশুদের সৃজনশীল ও মননশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আজ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাস্তরে কোন বৈষম্য নেই। শিশুরা ধীরে ধীরে এগিয়ে যাবে। বিশ্ব দরবারে তারাই বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ শিশু একাডেমির শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
৪৪ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে