জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহানারা ইমাম আবাসিক হলে বিড়াল পালনে নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। এতে আগামী ৫ জুনের মধ্যে বিড়ালসহ অন্যান্য চতুষ্পদ প্রাণী হল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
গত সোমবার জাহানারা ইমাম হলের প্রভোস্ট অধ্যাপক মুরশেদা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হলের অভ্যন্তরে কোনো কোনো ছাত্রী বিড়াল পুষছেন। এ কারণে অনেক ছাত্রীর অসুবিধা হচ্ছে বলে অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে যাঁরা বিড়াল বা অন্যান্য চতুষ্পদ প্রাণী (যদি থাকে) পুষছেন, তাঁদের আগামী ৫ জুনের মধ্যে সেই সব প্রাণী হলের বাইরে রেখে আসার জন্য বলা হলো। অন্যথায় ৬ জুন থেকে হল প্রশাসন হলে বসবাসরত ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিড়াল ও অন্য চতুষ্পদ প্রাণী অপসারণে ব্যবস্থা নেবে।
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক মুরশেদা বেগম সাংবাদিকদের বলেন, ‘কিছু ছাত্রী আবাসিক হলে বিড়াল পালছে। ওই সব বিড়াল আবার হলের অন্য ছাত্রী, কর্মচারীদের আঁচড় দিচ্ছে। এ ঘটনায় কয়েকজন আমাকে অভিযোগ দিয়েছে। এ ছাড়া বিড়ালগুলোর কারণে হল ও ডাইনিংয়ের পরিবেশ নষ্ট হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি নিজে কয়েকবার তাদের বলার পরও ছাত্রীরা এখনো বিড়ালসহ অন্যান্য প্রাণী পালছে। এ জন্য একরকম বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিতে হয়েছে।’
এর আগে গত বছরের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা আবাসিক হলে বিড়াল নিয়ে বিরোধে জড়ান দুই ছাত্রী। এর সমাধান বিশ্ববিদ্যালয়ে না পেয়ে থানায় যায় দুই পক্ষ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহানারা ইমাম আবাসিক হলে বিড়াল পালনে নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। এতে আগামী ৫ জুনের মধ্যে বিড়ালসহ অন্যান্য চতুষ্পদ প্রাণী হল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
গত সোমবার জাহানারা ইমাম হলের প্রভোস্ট অধ্যাপক মুরশেদা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হলের অভ্যন্তরে কোনো কোনো ছাত্রী বিড়াল পুষছেন। এ কারণে অনেক ছাত্রীর অসুবিধা হচ্ছে বলে অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে যাঁরা বিড়াল বা অন্যান্য চতুষ্পদ প্রাণী (যদি থাকে) পুষছেন, তাঁদের আগামী ৫ জুনের মধ্যে সেই সব প্রাণী হলের বাইরে রেখে আসার জন্য বলা হলো। অন্যথায় ৬ জুন থেকে হল প্রশাসন হলে বসবাসরত ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিড়াল ও অন্য চতুষ্পদ প্রাণী অপসারণে ব্যবস্থা নেবে।
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক মুরশেদা বেগম সাংবাদিকদের বলেন, ‘কিছু ছাত্রী আবাসিক হলে বিড়াল পালছে। ওই সব বিড়াল আবার হলের অন্য ছাত্রী, কর্মচারীদের আঁচড় দিচ্ছে। এ ঘটনায় কয়েকজন আমাকে অভিযোগ দিয়েছে। এ ছাড়া বিড়ালগুলোর কারণে হল ও ডাইনিংয়ের পরিবেশ নষ্ট হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি নিজে কয়েকবার তাদের বলার পরও ছাত্রীরা এখনো বিড়ালসহ অন্যান্য প্রাণী পালছে। এ জন্য একরকম বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিতে হয়েছে।’
এর আগে গত বছরের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা আবাসিক হলে বিড়াল নিয়ে বিরোধে জড়ান দুই ছাত্রী। এর সমাধান বিশ্ববিদ্যালয়ে না পেয়ে থানায় যায় দুই পক্ষ।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং স্বতন্ত্র হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী এই ঘোষণা দেন।
২৮ মিনিট আগে
দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৪১ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
২ ঘণ্টা আগে