Ajker Patrika

কবরস্থানের অজুখানায় পড়ে ছিল নারীর মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন 

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২: ৩৮
কবরস্থানের অজুখানায় পড়ে ছিল নারীর মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন 

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি কবরস্থানের অজুখানা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া ও মুদারকান্দি গ্রামের কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহের অজুখানায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিক ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সকালে স্থানীয় এক ব্যক্তি অজুখানায় মরদেহটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। এলাকার কেউ তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি। নিহতের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তাঁর শরীরের ওপরের অংশ বস্ত্রহীন ছিল। মাথার ওপরে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাকে এখানে ডেকে এনে হত্যা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা জালাল উদ্দীন বলেন, আড়ালিয়া গ্রামের রুবেলের স্ত্রী নুরজাহান গত রাতে মারা যান। সকালে তাঁর কবর খুঁড়তে গিয়ে দেখি অজুখানার ড্রেনে ওই নারীর মরদেহ পড়ে আছে।

গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান বলেন, মরদেহের মাথার ওপরে আঘাতের চিহ্ন আছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যার আগে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

আজকের রাশিফল: অফিসের বস বেশি খাটিয়ে ক্রেডিট নিয়ে যাবে, ব্যবসায় মন্দা

এলপি গ্যাসের সংকট একটি সংকেতমাত্র

ভেনেজুয়েলায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ চান ট্রাম্প, তেল কোম্পানিগুলো বলছে—সে অবস্থা নেই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত