Ajker Patrika

গোয়ালন্দের পদ্মায় ধরা পড়ল ১৮ কেজির বাগাড়

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৩: ৫৩
গোয়ালন্দের পদ্মায় ধরা পড়ল ১৮ কেজির বাগাড়

রাজবাড়ী জেলার গোয়ালন্দের পদ্মায় জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বাগাড় মাছ। পরে মাছটি ২১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। বাবু চালাক নামের স্থানীয় এক জেলের জালে ধরা পড়ে এটি। 

জানা যায়, জেলে বাবু চালাক মাছটি বিক্রির জন্য সকাল ৮টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে অবস্থিত শাকিল-সোহান মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। 

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, বাগাড় মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ২১ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে। 

বাগাড় মাছটি ধরার পর তা আড়তে নিয়ে যাওয়া হয়জেলে বাবু চালাক বলেন, বৃহস্পতিবার ভোরে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৬টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর মাছটি পেয়ে অনেক ভালো লাগছে।' মাছটির ভালো দামও পেয়েছেন বলে তিনি জানান। 

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, মিঠাপানির এত বড় মাছ নদীতে এখন মাঝেমধ্যেই দেখা যাবে। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত