নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর কোনো বিকল্প সরকার গঠনের সুযোগ অবশিষ্ট নেই। তাই নির্বাচনের ক্ষেত্রে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ছাড়া আর কোনো উপায় নেই। নির্বাচন কমিশন স্বাধীন কি না, তা নিয়ে বিতর্ক আছে। এটি সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান এবং একমাত্র অন্তরায়।
আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন দলের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
সংবাদ সম্মেলনে ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, ‘সংবিধান অনুযায়ী সরকার নির্বাচন পরিচালনা করবে না। নির্বাচনের সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হবে সরকারের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত একটি স্বাধীন ও শক্তিশালী স্বয়ংসম্পূর্ণ নির্বাচন কমিশন দ্বারা। তবে দেশের নির্বাচন কমিশনকে স্বাধীন বলা হলেও মূলত এটি স্বাধীন কি না, তা নিয়ে প্রচণ্ড বিতর্ক আছে। আর এটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান এবং একমাত্র অন্তরায়।’
গণতান্ত্রিক সংস্কৃতির মূল চালিকা শক্তি হচ্ছে নির্বাচন—এ কথা জানিয়ে মোজাদ্দেদী বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ। তবেই ভোটাধিকার প্রয়োগে বিঘ্নতা হয় না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশের বৃহত্তম দুটি দলের রশি টানাটানি রাজনৈতিক অঙ্গনে ক্রমাগত উত্তাপ সৃষ্টি করছে। নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের রাজপথ দখলের অসম প্রতিযোগিতা এবং পাল্টাপাল্টি অবস্থান রাজনৈতিক অঙ্গনকে সংঘাতময় করে তুলেছে।’
এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে পাঁচটি প্রস্তাব তুলে ধরে সংগঠনটি। এগুলো হলো—নির্বাচন কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাহী ক্ষমতা প্রদান করা; নির্বাচন কমিশনকে সরকারের নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখা; কমিশনের সুবিধার্থে সামরিক, আধা-সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনী সরবরাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকা; কমিশনের নির্দেশে সব রেডিও, টেলিভিশন, মিডিয়া ও কর্তৃপক্ষ প্রচারে বাধ্য থাকা; এতৎসংক্রান্ত আইনের একটি চূড়ান্ত খসড়া প্রণয়ন করে অধ্যাদেশ আকারে জারি করে এটা বলবৎ করে এবং পরে সংসদে অনুমোদন করা।’
এক প্রশ্নের জবাবে বাহাদুর শাহ বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন সরকারের প্রভাবমুক্ত হতে হবে। সংবিধান তাদের অনেক ক্ষমতা দিয়েছে, কিন্তু সেই ক্ষমতার প্রয়োগ তারা করতে পারছে না।’
পঞ্চদশ সংশোধনী প্রসঙ্গে বাহাদুর শাহ বলেন, ‘এটি সম্পর্কে আদালত রায় দিয়েছেন। এ সম্পর্কে কিছু বললে আদালত অবমাননা হতে পারে।’
সংবিধান মোতাবেক নির্বাচন কমিশনকে সরকারের প্রভাবমুক্ত রেখে সম্পূর্ণ নির্বাহী ক্ষমতা প্রদান করা হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সামগ্রিক জটিলতা নিরসন অধিকতর সম্ভব জানিয়ে কর্মসূচি ঘোষণা করে বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, ‘ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে আগামী ২৬ আগস্ট সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর, ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন জিহাদী, ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম আখতারী, সিনিয়র যুগ্ম মহাসচিব খাজা আরিফুর রহমান তাহেরী, যুগ্ম মহাসচিব মোশাররফ হোসেন হেলালী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, যুগ্ম মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, সাংগঠনিক সচিব তরিকুল হাসান লিংকন ও দপ্তর সম্পাদক এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম।

সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর কোনো বিকল্প সরকার গঠনের সুযোগ অবশিষ্ট নেই। তাই নির্বাচনের ক্ষেত্রে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ছাড়া আর কোনো উপায় নেই। নির্বাচন কমিশন স্বাধীন কি না, তা নিয়ে বিতর্ক আছে। এটি সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান এবং একমাত্র অন্তরায়।
আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন দলের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
সংবাদ সম্মেলনে ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, ‘সংবিধান অনুযায়ী সরকার নির্বাচন পরিচালনা করবে না। নির্বাচনের সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হবে সরকারের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত একটি স্বাধীন ও শক্তিশালী স্বয়ংসম্পূর্ণ নির্বাচন কমিশন দ্বারা। তবে দেশের নির্বাচন কমিশনকে স্বাধীন বলা হলেও মূলত এটি স্বাধীন কি না, তা নিয়ে প্রচণ্ড বিতর্ক আছে। আর এটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান এবং একমাত্র অন্তরায়।’
গণতান্ত্রিক সংস্কৃতির মূল চালিকা শক্তি হচ্ছে নির্বাচন—এ কথা জানিয়ে মোজাদ্দেদী বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ। তবেই ভোটাধিকার প্রয়োগে বিঘ্নতা হয় না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশের বৃহত্তম দুটি দলের রশি টানাটানি রাজনৈতিক অঙ্গনে ক্রমাগত উত্তাপ সৃষ্টি করছে। নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের রাজপথ দখলের অসম প্রতিযোগিতা এবং পাল্টাপাল্টি অবস্থান রাজনৈতিক অঙ্গনকে সংঘাতময় করে তুলেছে।’
এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে পাঁচটি প্রস্তাব তুলে ধরে সংগঠনটি। এগুলো হলো—নির্বাচন কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাহী ক্ষমতা প্রদান করা; নির্বাচন কমিশনকে সরকারের নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখা; কমিশনের সুবিধার্থে সামরিক, আধা-সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনী সরবরাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকা; কমিশনের নির্দেশে সব রেডিও, টেলিভিশন, মিডিয়া ও কর্তৃপক্ষ প্রচারে বাধ্য থাকা; এতৎসংক্রান্ত আইনের একটি চূড়ান্ত খসড়া প্রণয়ন করে অধ্যাদেশ আকারে জারি করে এটা বলবৎ করে এবং পরে সংসদে অনুমোদন করা।’
এক প্রশ্নের জবাবে বাহাদুর শাহ বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন সরকারের প্রভাবমুক্ত হতে হবে। সংবিধান তাদের অনেক ক্ষমতা দিয়েছে, কিন্তু সেই ক্ষমতার প্রয়োগ তারা করতে পারছে না।’
পঞ্চদশ সংশোধনী প্রসঙ্গে বাহাদুর শাহ বলেন, ‘এটি সম্পর্কে আদালত রায় দিয়েছেন। এ সম্পর্কে কিছু বললে আদালত অবমাননা হতে পারে।’
সংবিধান মোতাবেক নির্বাচন কমিশনকে সরকারের প্রভাবমুক্ত রেখে সম্পূর্ণ নির্বাহী ক্ষমতা প্রদান করা হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সামগ্রিক জটিলতা নিরসন অধিকতর সম্ভব জানিয়ে কর্মসূচি ঘোষণা করে বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, ‘ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে আগামী ২৬ আগস্ট সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর, ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন জিহাদী, ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম আখতারী, সিনিয়র যুগ্ম মহাসচিব খাজা আরিফুর রহমান তাহেরী, যুগ্ম মহাসচিব মোশাররফ হোসেন হেলালী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, যুগ্ম মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, সাংগঠনিক সচিব তরিকুল হাসান লিংকন ও দপ্তর সম্পাদক এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে