
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ওষুধের দোকানসহ (ফার্মেসি) সব ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। ব্যবস্থাপত্র (প্রেসক্রিশপন) ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় ফার্মেসিতে হামলার প্রতিবাদে ও চাঁদাবাজি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব ব্যাবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা।
গতকাল শনিবার রাতে হামালার ওই ঘটনার পর থেকে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে আজ রোববার সকাল ১০টার দিকে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপ এবং চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ব্যবসায়ী সংগঠনগুলো দোকানপাট খোলার সিদ্ধান্ত নেয়।
এদিকে শনিবার রাতে হামলার শিকার ব্যবসায়ীর ছেলে নজরুল ইসলাম সোহাগ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অন্তত ২০ জনকে আসামি করে মামলা করেন। মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মধুপুর ড্রাগিস্টস্ ও কেমিস্টস্ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ খান জানান, সন্ধ্যার দিকে কয়েক যুবক ময়মনসিংহ রোডের সোহাগ ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ কিনতে আসেন। দোকান মালিকের ছেলে সোহাগ মিয়া তাঁদের কাছে ওষুধ বিক্রি করতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির হয়। খবর পেয়ে দোকানের মালিক মো. ফজলুল হক এসে তাঁর ছেলেকে বাসায় পাঠিয়ে দেন।
আব্দুর রশিদ খান জানান, রাত পৌনে ৮টার দিকে একদল যুবক এসে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালান। তাঁদের হামলায় দোকানমালিক মো. ফজলুল হক গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফজলুল হক বলেন, আঙিনাপাড়ার মাহফুজ, মিরাজ, রিফাতসহ একদল যুবক এসে অতর্কিত হামলা চালান। আমাকে বেধড়ক মারধর করা হয়। দোকান থেকে এক লাখ ৬০ হাজারের বেশি টাকা ও বেশ কিছু ওষুধ লুট করে নিয়ে যান হামলাকারীরা।
ব্যবসায়ীর ওপর হামলার খবর পেয়ে মধুপুর শিল্প ও বণিক সমিতির নেতারা তাৎক্ষণিকভাবে মধুপুরের সব দোকানপাট বন্ধ করে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
সংগঠনের সহসভাপতি এনামুল হকের সভাপতিত্বে বাসস্ট্যান্ডের আনারস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নুসহ অনেকেই বক্তব্য দেন।

এদিকে মধুপুর ড্রাগিস্টস্ ও কেমিস্টস্ সমিতির সভাপতি আব্দুস সালাম তাৎক্ষণিক জরুরি সভা করে মধুপুরের সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে দোকান বন্ধ রেখে মাইকিং করে আজ রোববার সকাল ১০টায় সব ওষুধ ব্যবসায়ীকে নিয়ে প্রতিবাদ সভার আহ্বান করা হয়। সকাল ১০টার দিকে তাঁরা এই প্রতিবাদ সভা করেন। তবে থানা-পুলিশের আশ্বাসে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।
মধুপুর মধুপুর ড্রাগিস্টস্ ও কেমিস্টস্ সমিতির উপদেষ্টা মেজবাহ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দোকানে হামলাকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে থানার ওসির আশ্বাসে আমরা ফার্মেসি খুলে দিয়েছি। আজ (রোববার) বিকেলে মধুপুরের শিল্প ও বণিক সমিতি এবং ড্রাগিস্টস্ ও কেমিস্টস্ সমিতির নেতাদের সঙ্গে এ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
জানতে চাইলে মধুপুর থানার ওসি এমরানুল কবীর বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জোড় চেষ্টা চলছে। মানবিক দিক বিবেচনায় নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার অনুরোধ করেছি। ব্যবসায়ী নেতারা অনির্দিষ্টকালের জন্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।’

দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে বিল্লালকে আজ আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। এরপর তাঁকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তি দিতে রাজি হননি। হত্যাকাণ্ডের দায় না নেওয়ায় ফের এই আসামিকে...
৬ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
১৭ মিনিট আগে