নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানার বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে শ্রমিকেরা এই সড়ক অবরোধ করে রাখে।
অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। তবে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনে প্রায় কয়েকশত শ্রমিক কর্মরত রয়েছে। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাঁটাই করে। আর শ্রমিক ছাঁটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় না। শ্রমিকদের সঙ্গে স্টাফরা খারাপ আচরণ করে। সকাল ৮টার এক মিনিট পর কারখানায় শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হয় না। মালিকের কঠিন ও মনগড়া নিয়ম বাতিল করতে হবে। সম্প্রতি শ্রমিকেরা দাবি দাওয়া তুললে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।
অসন্তোষের বিষয়ে নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক রাজীব ঘোষ বলেন, কারখানার ভেতরে শ্রমিকদের এই অসন্তোষ বেশ কিছুদিন ধরে। এর আগেও একাধিকবার অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে ম্যানেজমেন্টের ঝামেলা রয়েছে। পাওনা পরিশোধ করে কিছু শ্রমিক ছাঁটাই করেছে। কারখানা বন্ধ ঘোষণা করায় রাস্তা অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকেরা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিকেল পর্যন্ত সড়ক অবরোধ চলার পর তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। সড়ক অবরোধ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানার বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে শ্রমিকেরা এই সড়ক অবরোধ করে রাখে।
অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। তবে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনে প্রায় কয়েকশত শ্রমিক কর্মরত রয়েছে। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাঁটাই করে। আর শ্রমিক ছাঁটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় না। শ্রমিকদের সঙ্গে স্টাফরা খারাপ আচরণ করে। সকাল ৮টার এক মিনিট পর কারখানায় শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হয় না। মালিকের কঠিন ও মনগড়া নিয়ম বাতিল করতে হবে। সম্প্রতি শ্রমিকেরা দাবি দাওয়া তুললে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।
অসন্তোষের বিষয়ে নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক রাজীব ঘোষ বলেন, কারখানার ভেতরে শ্রমিকদের এই অসন্তোষ বেশ কিছুদিন ধরে। এর আগেও একাধিকবার অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে ম্যানেজমেন্টের ঝামেলা রয়েছে। পাওনা পরিশোধ করে কিছু শ্রমিক ছাঁটাই করেছে। কারখানা বন্ধ ঘোষণা করায় রাস্তা অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকেরা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিকেল পর্যন্ত সড়ক অবরোধ চলার পর তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। সড়ক অবরোধ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৬ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১৯ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগে
মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ডেলটা জেনারেল হাসপাতালে নিপা ঘোষ (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত নিপার স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চকবাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।
২৯ মিনিট আগে