নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, সাভার

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা আন্দোলনে কারখানা ভাঙচুরের ঘটনায় আরও নয়টি মামলা হয়েছে। গত শুক্রবার ও গতকাল (শনিবার) আশুলিয়া মডেল থানায় এসব মামলা দায়ের করে ক্ষতিগ্রস্ত কারখানা কর্তৃপক্ষ। এসব মামলায় অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত রোববার (৫ নভেম্বর) পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। ওই তিন মামলায় অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করা হয়।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহিদুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দায়ের করা মামলার একটিতে ১৬ জন এজাহার নামীয় আসামি রয়েছে। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা পোশাকশ্রমিক বেশে দুষ্কৃতকারী।
জানা যায়, আন্দোলনের সময় অনেক কারখানাতে শ্রমিকেরা বিক্ষোভ না করলেও কাজ না করে বসে থেকেছেন। আবার কোনো কোনো কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকেরা ভাঙচুর করেছেন। এ অবস্থায় গতকাল শনিবার ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
আশুলিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো এআর জিনস, শারমিন গ্রুপের শারমিন ফ্যাশনস-১ ও শারমিন ফ্যাশনস-২, জিমেক্স ক্লোথিং, সাউদার্ন ক্লথিং, এন আর ক্রিয়েশনস, ডেকো ডিজাইন, ডেকো ওয়াসিং, হা-মীম গ্রুপের দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার লিমিটেড, অ্যাপারেলস গ্যালারি, রিফাত গার্মেন্টস এবং এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাইংসহ ১৪টি পোশাককারখানা।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতি শান্ত হওয়ায় বন্ধ ঘোষণা করা বেশ কিছু কারখানা আজ রোববার খুলে দেওয়া হয়। এসব কারখানার শ্রমিকেরা আবার কাজে ফিরেছেন। এ ছাড়া আরও ৬০ টির মতো কারখানা বন্ধ ছিল।’

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা আন্দোলনে কারখানা ভাঙচুরের ঘটনায় আরও নয়টি মামলা হয়েছে। গত শুক্রবার ও গতকাল (শনিবার) আশুলিয়া মডেল থানায় এসব মামলা দায়ের করে ক্ষতিগ্রস্ত কারখানা কর্তৃপক্ষ। এসব মামলায় অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত রোববার (৫ নভেম্বর) পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। ওই তিন মামলায় অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করা হয়।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহিদুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দায়ের করা মামলার একটিতে ১৬ জন এজাহার নামীয় আসামি রয়েছে। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা পোশাকশ্রমিক বেশে দুষ্কৃতকারী।
জানা যায়, আন্দোলনের সময় অনেক কারখানাতে শ্রমিকেরা বিক্ষোভ না করলেও কাজ না করে বসে থেকেছেন। আবার কোনো কোনো কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকেরা ভাঙচুর করেছেন। এ অবস্থায় গতকাল শনিবার ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
আশুলিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো এআর জিনস, শারমিন গ্রুপের শারমিন ফ্যাশনস-১ ও শারমিন ফ্যাশনস-২, জিমেক্স ক্লোথিং, সাউদার্ন ক্লথিং, এন আর ক্রিয়েশনস, ডেকো ডিজাইন, ডেকো ওয়াসিং, হা-মীম গ্রুপের দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার লিমিটেড, অ্যাপারেলস গ্যালারি, রিফাত গার্মেন্টস এবং এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাইংসহ ১৪টি পোশাককারখানা।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতি শান্ত হওয়ায় বন্ধ ঘোষণা করা বেশ কিছু কারখানা আজ রোববার খুলে দেওয়া হয়। এসব কারখানার শ্রমিকেরা আবার কাজে ফিরেছেন। এ ছাড়া আরও ৬০ টির মতো কারখানা বন্ধ ছিল।’

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৩ ঘণ্টা আগে