নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, সাভার

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা আন্দোলনে কারখানা ভাঙচুরের ঘটনায় আরও নয়টি মামলা হয়েছে। গত শুক্রবার ও গতকাল (শনিবার) আশুলিয়া মডেল থানায় এসব মামলা দায়ের করে ক্ষতিগ্রস্ত কারখানা কর্তৃপক্ষ। এসব মামলায় অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত রোববার (৫ নভেম্বর) পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। ওই তিন মামলায় অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করা হয়।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহিদুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দায়ের করা মামলার একটিতে ১৬ জন এজাহার নামীয় আসামি রয়েছে। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা পোশাকশ্রমিক বেশে দুষ্কৃতকারী।
জানা যায়, আন্দোলনের সময় অনেক কারখানাতে শ্রমিকেরা বিক্ষোভ না করলেও কাজ না করে বসে থেকেছেন। আবার কোনো কোনো কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকেরা ভাঙচুর করেছেন। এ অবস্থায় গতকাল শনিবার ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
আশুলিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো এআর জিনস, শারমিন গ্রুপের শারমিন ফ্যাশনস-১ ও শারমিন ফ্যাশনস-২, জিমেক্স ক্লোথিং, সাউদার্ন ক্লথিং, এন আর ক্রিয়েশনস, ডেকো ডিজাইন, ডেকো ওয়াসিং, হা-মীম গ্রুপের দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার লিমিটেড, অ্যাপারেলস গ্যালারি, রিফাত গার্মেন্টস এবং এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাইংসহ ১৪টি পোশাককারখানা।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতি শান্ত হওয়ায় বন্ধ ঘোষণা করা বেশ কিছু কারখানা আজ রোববার খুলে দেওয়া হয়। এসব কারখানার শ্রমিকেরা আবার কাজে ফিরেছেন। এ ছাড়া আরও ৬০ টির মতো কারখানা বন্ধ ছিল।’

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা আন্দোলনে কারখানা ভাঙচুরের ঘটনায় আরও নয়টি মামলা হয়েছে। গত শুক্রবার ও গতকাল (শনিবার) আশুলিয়া মডেল থানায় এসব মামলা দায়ের করে ক্ষতিগ্রস্ত কারখানা কর্তৃপক্ষ। এসব মামলায় অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত রোববার (৫ নভেম্বর) পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। ওই তিন মামলায় অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করা হয়।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহিদুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দায়ের করা মামলার একটিতে ১৬ জন এজাহার নামীয় আসামি রয়েছে। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা পোশাকশ্রমিক বেশে দুষ্কৃতকারী।
জানা যায়, আন্দোলনের সময় অনেক কারখানাতে শ্রমিকেরা বিক্ষোভ না করলেও কাজ না করে বসে থেকেছেন। আবার কোনো কোনো কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকেরা ভাঙচুর করেছেন। এ অবস্থায় গতকাল শনিবার ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
আশুলিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো এআর জিনস, শারমিন গ্রুপের শারমিন ফ্যাশনস-১ ও শারমিন ফ্যাশনস-২, জিমেক্স ক্লোথিং, সাউদার্ন ক্লথিং, এন আর ক্রিয়েশনস, ডেকো ডিজাইন, ডেকো ওয়াসিং, হা-মীম গ্রুপের দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার লিমিটেড, অ্যাপারেলস গ্যালারি, রিফাত গার্মেন্টস এবং এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাইংসহ ১৪টি পোশাককারখানা।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতি শান্ত হওয়ায় বন্ধ ঘোষণা করা বেশ কিছু কারখানা আজ রোববার খুলে দেওয়া হয়। এসব কারখানার শ্রমিকেরা আবার কাজে ফিরেছেন। এ ছাড়া আরও ৬০ টির মতো কারখানা বন্ধ ছিল।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে