Ajker Patrika

জানালার বাইরে হাত, বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকার একটি বাসায় বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শিশুর নাম লাবিবা ইসলাম জান্নাত (১১)। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

হাসপাতালে মৃত জান্নাতের বাবা মো. আব্দুল্লাহ জানান, তাঁদের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পসরা গ্রামে। বর্তমানে গুলশান শাহজাদপুরের ওই বাসায় ভাড়া থাকেন।

আব্দুল্লাহ আরও জানান, ঘটনার সময় বাসার ভেতরে খেলছিল জান্নাত। খেলতে খেলতে জানালার বাইরে হাত দিলে বাইরে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে জান্নাতের হাত আটকে যায়। এতে জান্নাত বিদ্যুতায়িত হয়ে মেঝেতে পড়ে যায়। জান্নাতকে উদ্ধার করে প্রথমে গুলশানের শিকদার মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশান এলাকা থেকে স্বজনেরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, বাসায় বিদ্যুতায়িত হয়েছিল শিশুটি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত