সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাঁকেই দেওয়া হোক, আমাকে বা অন্য কাউকে তাতে দুঃখ নেই। এমপি হওয়ার পর যদি ভালো কাজ করি, তা প্রধানমন্ত্রীর কাছে জমা আছে বলে মন্তব্য করছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। তিনি বলেন, ‘যদি কাজে দুই নম্বরি, অবহেলা বা ফাঁকিবাজি করে থকি, সবই প্রধানমন্ত্রী জানেন। আমার সব আমলনামা তাঁর কাছে জমা।’
গতকাল শনিবার রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র কমিটি গঠন ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য মমতাজ বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে আরেকটা গুরুদায়িত্ব দিয়েছেন, সেটা হলো আমাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বানিয়েছেন। আগামী নির্বাচনে এই আসনে যাকেই নৌকার মনোনয়ন দেওয়া হোক, উপজেলা আওয়ামী লীগকে ছাড়া কি কেউ নির্বাচন করতে পারবে? আওয়ামী লীগকে সহযোগিতা করবে অঙ্গসংগঠনগুলো। এটাই আমাদের সাংগঠনিক দায়িত্ব।’
৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আল মামুনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাঈম মো. বাশার, মোহাম্মদ জাহিদ খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পারভেজ খান, উপদেষ্টা চাঁন মিয়া, ধল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইউপি সদস্য আব্দুল হামিদ প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগে সহসভাপতি রিয়াজুর ইসলাম, সানোয়ার হোসেন, আলমগীর বাদশা, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, জেলা আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সালেহা জাহান, ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাঁকেই দেওয়া হোক, আমাকে বা অন্য কাউকে তাতে দুঃখ নেই। এমপি হওয়ার পর যদি ভালো কাজ করি, তা প্রধানমন্ত্রীর কাছে জমা আছে বলে মন্তব্য করছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। তিনি বলেন, ‘যদি কাজে দুই নম্বরি, অবহেলা বা ফাঁকিবাজি করে থকি, সবই প্রধানমন্ত্রী জানেন। আমার সব আমলনামা তাঁর কাছে জমা।’
গতকাল শনিবার রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র কমিটি গঠন ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য মমতাজ বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে আরেকটা গুরুদায়িত্ব দিয়েছেন, সেটা হলো আমাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বানিয়েছেন। আগামী নির্বাচনে এই আসনে যাকেই নৌকার মনোনয়ন দেওয়া হোক, উপজেলা আওয়ামী লীগকে ছাড়া কি কেউ নির্বাচন করতে পারবে? আওয়ামী লীগকে সহযোগিতা করবে অঙ্গসংগঠনগুলো। এটাই আমাদের সাংগঠনিক দায়িত্ব।’
৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আল মামুনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাঈম মো. বাশার, মোহাম্মদ জাহিদ খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পারভেজ খান, উপদেষ্টা চাঁন মিয়া, ধল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইউপি সদস্য আব্দুল হামিদ প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগে সহসভাপতি রিয়াজুর ইসলাম, সানোয়ার হোসেন, আলমগীর বাদশা, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, জেলা আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সালেহা জাহান, ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিগত ২০২৫ সালে রাজধানীতে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ২১৯ জন নিহত এবং ৫১১ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার বড় অংশ ঘটেছে রাত ও সকালে। আর দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ককে। ২০২৫ সালে রাজধানীতে সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব...
৩ মিনিট আগে
১ মাস ২০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানির অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ভারত থেকে চাল নিয়ে দুটি ট্রাক বন্দরে প্রবেশ করে। বন্দরের ৩২ জন আমদানিকারক এখন পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন।
৫ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে দিয়ে চিকিৎসা করানোসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাবনা-সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য
২৪ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
২৯ মিনিট আগে