নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের দারুস সালাম ও শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে আলপিন-আল আমিন গ্রুপের লিডারসহ ১৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–৪। গতকাল রোববার শাহ আলী ও দারুস সালামের দিয়াবাড়ির মোড়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৪।
গ্রেপ্তারকৃতরা হলেন—আরফিন ওরফে আলপিন (গ্রুপ লিডার) (৩১), মোহাম্মদ রাশেদ (৩০), তানভির হোসেন (২২), রাকিব (২০), শামীম হোসেন (২০), শরীফ হোসেন ওরফে সজীব (২০), সজীব হোসেন সামি (১৮), রমজান আলী (২০), খাইরুল ইসলাম (১৮), আমিরে ফয়সাল (১৮), আল আমিন মৃধা (গ্রুপ লিডার) (২২), শরিফুল মৃধা (২০), সজিব হোসেন (২১) ও জিসান মিয়া (২০)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩টি চাকু,২টি ছুরি,২টি এসএস পাইপ, ১৫টি মোবাইল, ১৫টি সীম কার্ড এবং নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা মাজহারুল ইসলাম।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মাজহারুল ইসলাম জানিয়েছেন, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে আলপিন গ্রুপের লিডার আরেফিন ওরফে আলপিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন এবং আল-আমিন গ্রুপের লিডার আল আমিনের নেতৃত্বে ৬ থেকে ৭ জন সদস্য রাজধানীর শাহ আলী, দারুস সালাম ও মিরপুর থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে পথচারী ও যানবাহনে সাধারণ মানুষকে ছুরি ও চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকার প্রভৃতি দামি জিনিসপত্র ডাকাতি ও ছিনতাই করে আসছিল। ক্ষেত্রবিশেষে ভুক্তভোগীদের তাঁরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন মাজহারুল ইসলাম।

রাজধানীর মিরপুরের দারুস সালাম ও শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে আলপিন-আল আমিন গ্রুপের লিডারসহ ১৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–৪। গতকাল রোববার শাহ আলী ও দারুস সালামের দিয়াবাড়ির মোড়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৪।
গ্রেপ্তারকৃতরা হলেন—আরফিন ওরফে আলপিন (গ্রুপ লিডার) (৩১), মোহাম্মদ রাশেদ (৩০), তানভির হোসেন (২২), রাকিব (২০), শামীম হোসেন (২০), শরীফ হোসেন ওরফে সজীব (২০), সজীব হোসেন সামি (১৮), রমজান আলী (২০), খাইরুল ইসলাম (১৮), আমিরে ফয়সাল (১৮), আল আমিন মৃধা (গ্রুপ লিডার) (২২), শরিফুল মৃধা (২০), সজিব হোসেন (২১) ও জিসান মিয়া (২০)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩টি চাকু,২টি ছুরি,২টি এসএস পাইপ, ১৫টি মোবাইল, ১৫টি সীম কার্ড এবং নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা মাজহারুল ইসলাম।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মাজহারুল ইসলাম জানিয়েছেন, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে আলপিন গ্রুপের লিডার আরেফিন ওরফে আলপিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন এবং আল-আমিন গ্রুপের লিডার আল আমিনের নেতৃত্বে ৬ থেকে ৭ জন সদস্য রাজধানীর শাহ আলী, দারুস সালাম ও মিরপুর থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে পথচারী ও যানবাহনে সাধারণ মানুষকে ছুরি ও চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকার প্রভৃতি দামি জিনিসপত্র ডাকাতি ও ছিনতাই করে আসছিল। ক্ষেত্রবিশেষে ভুক্তভোগীদের তাঁরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন মাজহারুল ইসলাম।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে