নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের দারুস সালাম ও শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে আলপিন-আল আমিন গ্রুপের লিডারসহ ১৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–৪। গতকাল রোববার শাহ আলী ও দারুস সালামের দিয়াবাড়ির মোড়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৪।
গ্রেপ্তারকৃতরা হলেন—আরফিন ওরফে আলপিন (গ্রুপ লিডার) (৩১), মোহাম্মদ রাশেদ (৩০), তানভির হোসেন (২২), রাকিব (২০), শামীম হোসেন (২০), শরীফ হোসেন ওরফে সজীব (২০), সজীব হোসেন সামি (১৮), রমজান আলী (২০), খাইরুল ইসলাম (১৮), আমিরে ফয়সাল (১৮), আল আমিন মৃধা (গ্রুপ লিডার) (২২), শরিফুল মৃধা (২০), সজিব হোসেন (২১) ও জিসান মিয়া (২০)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩টি চাকু,২টি ছুরি,২টি এসএস পাইপ, ১৫টি মোবাইল, ১৫টি সীম কার্ড এবং নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা মাজহারুল ইসলাম।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মাজহারুল ইসলাম জানিয়েছেন, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে আলপিন গ্রুপের লিডার আরেফিন ওরফে আলপিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন এবং আল-আমিন গ্রুপের লিডার আল আমিনের নেতৃত্বে ৬ থেকে ৭ জন সদস্য রাজধানীর শাহ আলী, দারুস সালাম ও মিরপুর থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে পথচারী ও যানবাহনে সাধারণ মানুষকে ছুরি ও চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকার প্রভৃতি দামি জিনিসপত্র ডাকাতি ও ছিনতাই করে আসছিল। ক্ষেত্রবিশেষে ভুক্তভোগীদের তাঁরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন মাজহারুল ইসলাম।

রাজধানীর মিরপুরের দারুস সালাম ও শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে আলপিন-আল আমিন গ্রুপের লিডারসহ ১৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–৪। গতকাল রোববার শাহ আলী ও দারুস সালামের দিয়াবাড়ির মোড়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৪।
গ্রেপ্তারকৃতরা হলেন—আরফিন ওরফে আলপিন (গ্রুপ লিডার) (৩১), মোহাম্মদ রাশেদ (৩০), তানভির হোসেন (২২), রাকিব (২০), শামীম হোসেন (২০), শরীফ হোসেন ওরফে সজীব (২০), সজীব হোসেন সামি (১৮), রমজান আলী (২০), খাইরুল ইসলাম (১৮), আমিরে ফয়সাল (১৮), আল আমিন মৃধা (গ্রুপ লিডার) (২২), শরিফুল মৃধা (২০), সজিব হোসেন (২১) ও জিসান মিয়া (২০)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩টি চাকু,২টি ছুরি,২টি এসএস পাইপ, ১৫টি মোবাইল, ১৫টি সীম কার্ড এবং নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা মাজহারুল ইসলাম।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মাজহারুল ইসলাম জানিয়েছেন, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে আলপিন গ্রুপের লিডার আরেফিন ওরফে আলপিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন এবং আল-আমিন গ্রুপের লিডার আল আমিনের নেতৃত্বে ৬ থেকে ৭ জন সদস্য রাজধানীর শাহ আলী, দারুস সালাম ও মিরপুর থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে পথচারী ও যানবাহনে সাধারণ মানুষকে ছুরি ও চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকার প্রভৃতি দামি জিনিসপত্র ডাকাতি ও ছিনতাই করে আসছিল। ক্ষেত্রবিশেষে ভুক্তভোগীদের তাঁরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন মাজহারুল ইসলাম।

রাজধানীর উত্তরা সেক্টর-১১-এর রোড-১৮-এর একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ভবনের দ্বিতীয় তলার একটি আবাসিক ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়।
১ ঘণ্টা আগে
স্বজনদের ভাষ্য অনুযায়ী, শফিকুল ইসলামের মাঠে একটি বৈদ্যুতিক সেচযন্ত্র রয়েছে। প্রতিদিনের মতো আজ ভোরেও তিনি সেচপাম্প চালু করতে মাঠে যান। পরে মাঠে কাজ করতে আসা কয়েকজন কৃষক পাশের বাগানে একটি কাঁঠালগাছের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন।
১ ঘণ্টা আগে
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জলবায়ু ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়িত ‘স্থানীয় নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় সামিরা দুরহাট ছড়া এলাকায় খাল পারাপারের জন্য নির্মাণ করা হয়েছে দুটি জলবায়ু সহনশীল ভেলা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, মারধর, গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত দুই ডজন মামলার আসামি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার সকালে র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট...
১ ঘণ্টা আগে