ঢামেক প্রতিনিধি

রাজধানীর উত্তর মানিকদি এলাকায় ট্রাকচাপায় জারিন তাসনিম নওশীন (২৭) নামে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উত্তর মানিকদি ক্লাব মোড় অটোরিকশার স্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে তাঁর স্বামী কম্পিউটার ইঞ্জিনিয়ার ফখরুল হাসান রিফাত জানান, তাঁরা থাকেন যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায়। গুলশান-২-এ একটি প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন নওশীন। আর তিনি পান্থপথে একটি প্রতিষ্ঠানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। সকালে স্ত্রীকে নিজের মোটরসাইকেলে করে গুলশানের অফিসে নিয়ে যাচ্ছিলেন। পথে উত্তর মানিকদি ক্লাব মোড় অটোস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। তখন পেছন থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন নওশীন। সামান্য আহত হন রিফাত নিজেও। পরে স্বামী নিজেই তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন নওশীন। এরপর একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। ২০২২ সালে তাঁদের বিয়ে হয়। সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নওশীন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে ঘটনাস্থলটি কোন থানার আওতাধীন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাজধানীর উত্তর মানিকদি এলাকায় ট্রাকচাপায় জারিন তাসনিম নওশীন (২৭) নামে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উত্তর মানিকদি ক্লাব মোড় অটোরিকশার স্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে তাঁর স্বামী কম্পিউটার ইঞ্জিনিয়ার ফখরুল হাসান রিফাত জানান, তাঁরা থাকেন যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায়। গুলশান-২-এ একটি প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন নওশীন। আর তিনি পান্থপথে একটি প্রতিষ্ঠানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। সকালে স্ত্রীকে নিজের মোটরসাইকেলে করে গুলশানের অফিসে নিয়ে যাচ্ছিলেন। পথে উত্তর মানিকদি ক্লাব মোড় অটোস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। তখন পেছন থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন নওশীন। সামান্য আহত হন রিফাত নিজেও। পরে স্বামী নিজেই তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন নওশীন। এরপর একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। ২০২২ সালে তাঁদের বিয়ে হয়। সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নওশীন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে ঘটনাস্থলটি কোন থানার আওতাধীন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১২ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১৯ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪২ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪৪ মিনিট আগে