Ajker Patrika

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ধোলাইখাল শাখা সাময়িক বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মে ২০২৪, ২২: ০২
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ধোলাইখাল শাখা সাময়িক বন্ধ ঘোষণা

অগ্নিকাণ্ডের ঘটনার পর রাজধানীর ধোলাইখালের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখাটি সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ওই এলাকার গ্রাহকদের পার্শ্ববর্তী তিনটি শাখা থেকে সেবা নিতে অনুরোধ করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহ্বুবুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাখাটি সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে গ্রাহকেরা নিকটবর্তী বাবু বাজার, ফুলবাড়িয়া এবং দিলকুশা শাখাসহ অন্যান্য শাখা গুলোয় অনলাইনের মাধ্যমে ব্যাংকিং সেবা নিতে পারবেন।

এ ছাড়াও এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং ও কন্টাক্ট সেন্টারের মাধ্যমেও এই শাখার গ্রাহকেরা এমটিবির ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

এর আগে আজ শনিবার সকাল ১০ টা ৪০ মিনিটের দিকে ধোলাইখালের শাখাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ব্যাংকটির গ্রাহকসেবার ডেস্ক ও কাউন্টার পুড়েছে। তবে ভল্ট নিরাপদে রয়েছে। শাখার নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...