নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রমনার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বক্তব্য দেওয়ার সময় বিশৃঙ্খলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজসংস্কার সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মারুফ হাসান।
এ ঘটনায় করা এক ফেসবুক পোস্টের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু লিখিত বক্তব্যে সাংবাদিকদের বলেন, ‘আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় ২৫-২৬ বছর বয়সের এক যুবক স্টেজে উঠে মাননীয় মন্ত্রীকে উদ্দেশ করে শহীদ আল বোখারী (মহাজাতক) সম্পর্কে বিচারের ভঙ্গিতে বলতে থাকেন, “মহাজাতক শহীদ আল বোখারী হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান সবাইকে বিভ্রান্ত করছেন।” যখন আয়োজক ও পুলিশ তাঁকে সরিয়ে নিচ্ছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী যুবকের কথা শুনতে আগ্রহ প্রকাশ করেন।’
অপু আরও বলেন, ‘তখন আমি সেই যুবককে নাম ও পরিচয় জিজ্ঞেস করলে সে নিজের নাম “সত্য” বলে পরিচয় দেয়। এরপর সে কী বলতে চায় তাকে বলতে বলি। তখন সে পুনরায় শহীদ আল বোখারী (মহাজাতক) সম্পর্কে একই কথা পুনরাবৃত্তি করে। তারপর আয়োজকবৃন্দ এবং পুলিশ তাকে সরিয়ে নিলে মাননীয় মন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য দেন। সমস্ত ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। এখানে জুতা মারার মতো কোনো ঘটনা ঘটেনি। এ সাধারণ ঘটনাকে কেন্দ্র করে এক কুচক্রী তাঁর ফেসবুকে মিথ্যাচার করে যাচ্ছেন, যা অনভিপ্রেত ও বিভ্রান্তিমূলক।’
এ বিষয়ে ডিএমপির রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) শাহ্ আলম মো. আখতারুল ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে মারুফ হাসান নামে এক যুবক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। উপস্থিত পুলিশ সদস্যরা তাঁকে আটক করেছেন। পরবর্তীকালে তাঁকে রমনা থানায় নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

রাজধানীর রমনার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বক্তব্য দেওয়ার সময় বিশৃঙ্খলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজসংস্কার সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মারুফ হাসান।
এ ঘটনায় করা এক ফেসবুক পোস্টের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু লিখিত বক্তব্যে সাংবাদিকদের বলেন, ‘আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় ২৫-২৬ বছর বয়সের এক যুবক স্টেজে উঠে মাননীয় মন্ত্রীকে উদ্দেশ করে শহীদ আল বোখারী (মহাজাতক) সম্পর্কে বিচারের ভঙ্গিতে বলতে থাকেন, “মহাজাতক শহীদ আল বোখারী হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান সবাইকে বিভ্রান্ত করছেন।” যখন আয়োজক ও পুলিশ তাঁকে সরিয়ে নিচ্ছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী যুবকের কথা শুনতে আগ্রহ প্রকাশ করেন।’
অপু আরও বলেন, ‘তখন আমি সেই যুবককে নাম ও পরিচয় জিজ্ঞেস করলে সে নিজের নাম “সত্য” বলে পরিচয় দেয়। এরপর সে কী বলতে চায় তাকে বলতে বলি। তখন সে পুনরায় শহীদ আল বোখারী (মহাজাতক) সম্পর্কে একই কথা পুনরাবৃত্তি করে। তারপর আয়োজকবৃন্দ এবং পুলিশ তাকে সরিয়ে নিলে মাননীয় মন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য দেন। সমস্ত ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। এখানে জুতা মারার মতো কোনো ঘটনা ঘটেনি। এ সাধারণ ঘটনাকে কেন্দ্র করে এক কুচক্রী তাঁর ফেসবুকে মিথ্যাচার করে যাচ্ছেন, যা অনভিপ্রেত ও বিভ্রান্তিমূলক।’
এ বিষয়ে ডিএমপির রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) শাহ্ আলম মো. আখতারুল ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে মারুফ হাসান নামে এক যুবক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। উপস্থিত পুলিশ সদস্যরা তাঁকে আটক করেছেন। পরবর্তীকালে তাঁকে রমনা থানায় নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪৪ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে