Ajker Patrika

বঙ্গবন্ধু জাদুঘরসহ সারা দেশে স্থাপনা ভাঙচুর-অগ্নিসংযোগে ব্লাস্টের নিন্দা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ২৫
বঙ্গবন্ধু জাদুঘরসহ সারা দেশে স্থাপনা ভাঙচুর-অগ্নিসংযোগে ব্লাস্টের নিন্দা

রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরসহ সারা দেশের বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে আইন ও মানবাধিকারবিষয়ক সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সংস্থাটি মনে করে, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ফলে দেশব্যাপী ভয়ানক বিশৃঙ্খল ও সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ শুক্রবার এক সংবাদ বিবৃতিতে এ কথা জানায় সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে ৫ ফেব্রুয়ারি রাত থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিবের স্মৃতিবিজড়িত রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, শেখ হাসিনার বাসভবন সুধা সদনসহ দেশের বিভিন্ন স্থানের আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়। এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ব্লাস্ট। পাশাপাশি দ্রুততার সঙ্গে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও বিচার সম্পন্ন করা, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ফলে দেশব্যাপী বিশৃঙ্খল ও সংঘাতময় ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, পুলিশ-প্রশাসন যথাসময়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। এ ধরনের সংঘবদ্ধ হামলা অত্যন্ত উদ্বেগজনক। এভাবে স্থাপনা-সম্পত্তি ধ্বংস করা দেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ। অনতিবিলম্বে এ ধরনের সহিংসতা প্রতিরোধ, শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য পদক্ষেপ গ্রহণ জরুরি। এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে ব্লাস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত